স্বামীজীর আর্বিভাব দিবসে যুবসমাজকে আহ্বান প্রধানমন্ত্রীর

0
482

বঙ্গদেশ ডেস্ক: ইচ্ছাশক্তির জোর থাকলে বয়স কোনও বাধা নয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সংসদ ভবনে আয়োজিত যুব উৎসবে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। দেশের যুব সম্প্রদায়কে সেই কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের সংসদ ভবনে জাতীয় যুব উৎসবের আয়োজন করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারতের যুব শক্তি চাইলে যে কোনও কাজ করতে পারে অতীতে তার বহুবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। আজ থেকে অনেক বছর আগে স্বামীজি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন আজও বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক। করোনা মহামারীর মোকাবিলা করতে গিয়ে সেকথা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। তাই দেশের যুব সম্প্রদায়ের কাছে অনুরোধ করব স্বামীজির চিন্তাধারার প্রসার ঘটানোর।’

লোকসভায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য স্পিকার ওম বিড়লার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্বামীজীর মহান চিন্তাধারার দ্বারা অনুপ্রাণিত হয়ে ও যুব সমাজকে তাঁর বিষয়ে সচেতন করার জন্য ওম বিড়লাজি যে অনন্য উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসার যোগ্য। এই মঞ্চ ভারতের যুব সম্প্রদায়ের দক্ষতা প্রমাণের অন্যতম উপযুক্ত মাধ্যম। এক ভারত, শ্রেষ্ট ভারত তৈরির জন্য স্বামীজির চিন্তাধারা দেশের কোণায় কোণায় ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ ভীষণ কার্যকরী হবে।’

স্বামী বিবেকানন্দকে স্মরণ করার ফাঁকেই অবশ্য নাম না করে কংগ্রেসকে তোপ দেগেছেন মোদী। গান্ধী পরিবারের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ‘পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ গঠনের পথে একটি বড় বাধা। একে সম্পূর্ণ উৎখাত করতে হবে। দেশে একটা সময় ছিল যখন মানুষ নির্বাচনে লড়াই করতে গিয়ে পদবী ব্যবহার করতেন। রাজনীতিতে পরিবারতন্ত্রের সেই রোগকে এখন সময় এসেছে সম্পূর্ণ নির্মূল করার।’