টিকটক ব্যানের পর এবার সংস্থার সঙ্গে সব আর্থিক লেনদেন বাতিল করল আমেরিকা

0
413

বঙ্গদেশ ডেস্ক: গতমাসে টিকটক সহ ৫৯ টি অ্যাপ ব্যান করে চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক করেছিল ভারত। এবার একই পথে হাঁটল আমেরিকাও। টিকটক অ্যাপ সংস্থার সঙ্গে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করার আইনি নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নতুন আইনি নির্দেশে সাক্ষর করার পরে ট্রাম্প জানিয়েছেন যে, জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর সেই কাজই এবার করতে চলেছে আমেরিকা। সূত্রের খবর অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে এই আইনি নির্দেশ কার্যকর হওয়ার পরে টিকটকের সঙ্গে আমেরিকার কোনও ব্যক্তি অথবা কোনও সংস্থা আর্থিক যোগাযোগ রাখলে তা হবে বে-আইনি কাজ।

গত সপ্তাহের শুক্রবারই এমন আভাস দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ তিনি জানিয়েছিলেন টিকটক বাতিলের কথা। এদিন জাতীয় সুরক্ষার স্বার্থে অবশেষে সেই পদক্ষেপ গ্রহণ করেই ফেললেন তিনি। মার্কিন সেনেটর মার্কো রুবিও-ও সমর্থন করেছেন ট্রাম্পের এই সিদ্ধান্তকে৷ তবে তাঁর মতে শুধুমাত্র টিকটকের মালিক বাইটডান্স সংস্থাকে সরালে লাভ হবে না। আরো অন্যান্য পদক্ষেপ নিতে হবে৷

অন্যদিকে মাইক্রোসফটের তরফ থেকে জানা যাচ্ছে যে তারা টিকটক কিনতে খুবই আগ্রহী। মার্কিন মূলুকে অ্যাপটির পরিচালনার ভার নিতে চায় মাইক্রোসফট। সেক্ষেত্রে বাইটডান্সকে আমেরিকায় টিকটকের পরিচালনার দায়ভার মাইক্রোসফটের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিতে পারে ট্রাম্প প্রশাসন।