আগুন লাগার পরেও – ২

0
845

দীপ্তাস্য যশ

(১ম পর্বের পর)

দুই

 

সৌমিত্র সিগারেট ধরিয়ে হূনের দিকে তাকিয়ে দেখল। লোকটার মুখভর্তি খোঁচা খোঁচা কাঁচাপাকা দাড়ি। গাল দুটো বসে গেছে। মনে হয় যেন মুখের দুদিকে দুটো গর্ত। গালের চামড়াগুলো কুঁচকে গেছে, অথচ লোকটাকে দেখলে বয়স বেশী বলে মনে হয়না। মাথার সাদা চুলগুলো পাতলা হয়ে গেছে। সামনের দিকটা টাক। চোখের দৃষ্টিটা কেমন যেন মরা মরা। ভুরুর উপরে কপালে একটা কাটা দাগ, অনেকটা ক্রসের মতো। মরা চোখ দুটোতে কেমন যেন একটা ভাষাহীন দৃষ্টি; যেন চারপাশে কী হচ্ছে ও কিছুই বুঝছে না।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo