জাতীয় পতাকার অবমাননার সমর্থনে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানিদের উল্লাস

0
513

বঙ্গদেশ ডেস্ক : নয়া কৃষি আইন বাতিল করা হোক এই দাবি তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছে খালিস্তানি সমর্থকরা। হাতে ব্যানার, মুখে শ্লোগান। খালিস্তানি সমর্থকদের চিৎকার করে বলতে শোনা গিয়েছে আমরা চাষি, জঙ্গি নই। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধেও এদিন একাধিক শ্লোগান তোলা হয়েছে ভারতীয় দূতাবাসের সামনে।

তবে এখানেই শেষ নয়, রোমে ভারতীয় দূতাবাসে ওড়ানো হয়েছে খালিস্তানি পতাকা। জানানো হয়েছে ভারতে তথাকথিত গুণ্ডা কৃষকদের বিক্ষোভের সমর্থনেই এই পদক্ষেপ। ভিডিওতে দেখা গিয়েছে, রোমে খালিস্তানি সমর্থকরা খালিস্তানি পতাকা ওড়াচ্ছে ও খালিস্তানি জিন্দাবাদ শ্লোগান দিচ্ছে। পরে দেখা যায়, খালিস্তানপন্থীরা ভারতীয় সংবিধানের একাধিক কপি নষ্ট করে মাটিতে ফেলে দেয়। রীতিমতো ছিঁড়ে ফেলা হয়েছে সেসব বই।

গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির লালকেল্লায় বিক্ষোভকারীরা জোরজবরদস্তি ঢুকে পড়ে জাতীয় পতাকার অবমাননা করে।দিল্লি প্রবেশের সিঙ্ঘু, টিকরি বর্ডার হয়ে হাজার হাজার কৃষক অস্ত্র হাতে ঢুকতে শুরু করেন। দিল্লি পুলিশের নির্ধারিত রুট দিয়ে ট্রাকটর মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু বিক্ষোভকারীরা সেসব পাত্তা না দিয়ে পুলিশকে মারধর করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করতেই আরও গরম হয় পরিস্থিতি। দিল্লি পুলিশ দিশেহারা হয়ে পড়ে। লক্ষাধিক কৃষক অস্ত্র লাঠি হাতে এগিয়ে এসে তাদের ব্যারিকেড ভাঙতে শুরু করে। সশস্ত্র কৃষকদের একাংশ হামলা চালান বাসে, পুলিশের উপরে। জখম হয় বহু পুলিশ কর্মী।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে কথা ছিল দিল্লি ঘিরে ২ লক্ষ ট্রাকটর কৃষি আইন বিরোধী মিছিলে অংশ নেবে। কিন্তু পুলিশের দাবি এই সংখ্যা দু লক্ষ পার করে যায়।