আগুন লাগার পরেও – ৫

0
601

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – []

পাঁচ

পাখি জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখছিল। এইরকম বৃষ্টি হলে খেলনাবাটীও খেলা যায় না। বাড়ীতে থাকতে পাখির ভালো লাগে না। বাবা সকালেই কাজে বেরিয়ে যায়, সেই ভোরবেলায়। ছ’টা দশের ট্রেন ধরতে হয় বাবাকে। তাদের সায়রের পাড় থেকে স্টেশন বড় কম দূরত্ব নয়। পাখি একবার ট্রেনে চেপে বাবার সাথে বেড়াতে গেছিল। অত সকালে ট্রেকার পাওয়া যায় না। সাইকেল চালিয়ে যেতে ঘণ্টা-খানেক লেগেই যায়। তাই পাঁচটার আগে না বেরোতে পারলে বাবার ট্রেন মিস হয়ে যায়। তাহলে আবার পরের ট্রেন সেই আটটার সময়। বাবা বেরিয়ে গেলে বাড়ীতে খালি সে আর পিসি। পিসি পাখির নিজের পিসি নয়। মা পিসিকে এনেছিল।পাখি তখন খুব ছোট। তখনকার কথা ওর মনে নেই। শুধু মনে পড়ে, একদিন সবাই মাকে খুব সাজিয়ে নিয়ে এসে উঠোনে শুইয়ে রেখেছিল। অনেক করে ডাকলেও মা সেদিন ঘুম থেকে ওঠেনি। খানিক পরে বাকীরা মাকে নিয়ে চলে গেছিল একটা খাটে শুইয়ে। তারপর আর কোনদিন মাকে দেখতে পায়নি। বাবা বলে, মা তার মায়ের কাছে চলে গেছে। ওই আকাশের সব থেকে উজ্জ্বল যে তারাটা— ওই বাড়িটাতেই নাকি এখন মা থাকে। সে দুষ্টুমি করলে মা নাকি সব দেখতে পায়। পাখি অবশ্য কখনও দুষ্টুমি করেনা। পিসি বলে, সে খুব শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo