আগুন লাগার পরেও – ১০

0
693

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – []

দশ

সৌমিত্র ফাইলটা ছুঁড়ে ফেলল টেবিলের উপরে। এই শালার চাকরি একদিন ছেড়েই দেবে সৌমিত্র। এর চেয়ে গ্রামের বাড়িতে গিয়ে চাষবাস করা ভালো। মজিদ মারা গেছে আজ পনেরো দিন হলো। মারা গেছে ভালোই হয়েছে। ওরকম শুয়োরের বাচ্চা বেঁচে থাকা মানে সমাজের ক্ষতি। লোকটা করত না— এমন খারাপ কাজ নেই। মেয়ে-পাচার থেকে শুরু করে অস্ত্র-পাচার— সবই করত। তা সেই লোক মারা গেছে, তাতে ভালোই হয়েছে; সরকারের কিছু খরচা বেঁচেছে। কিন্তু মুশকিল হলো— সমাজবিরোধীরা যখন নেতা হয়ে যায়, তখন আর তাদের সমাজবিরোধী বলা যায় না। তাদের ‘সমাজসেবক’ বলতে হয়।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo