আমার বাঙ্গলা ভাষা

0
429

ইসলামপুরে  হূতাত্মা রাজেশ-তাপসের মৃত্য়ুর বর্ষপূর্তি হচ্ছে ২০ শে সেপ্টেম্বর।

মৃত্য়ুঞ্জয়ী ভাষাবীর রাজেশ ও তাপস স্মরণে আগামী ২০শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমার বাঙ্গলা ভাষা নামে গানের সুর বেঁধেছেন বিজ্ঞানী ডঃ জয়দীপ বন্দ্য়োপাধ্য়ায়।

গানটির পরিবেশনা করেছেন ময়ূখ মুখোপাধ্য়ায় ও সহশিল্পীবৃন্দ (সংস্কার ভারতী।

উপস্থাপনায় পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস উদযাপন কমিটি

 

বিশে সেপ্টেম্বর বাঙালির আত্মবলিদানের দিন। বাংলা ভাষা বাঙালির ভাষা। এর উপরে উর্দু চাপানো মানছি না মানবো না ।