আগুন লাগার পরেও – ১২

0
552

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১]

বারো

তপন সামনে শুয়ে থাকা ঝিমলির দিকে তাকাল। শুধু কাপড়টা বুকের উপরে আলগোছে টেনে শুয়ে আছে ঝিমলি। এতক্ষণ ধরে তপন ঝিমলিকে পিষেছে। আজকে বেশ আরাম হয়েছে। একটা সিগারেট ধরিয়ে তপন পা-টা ছড়িয়ে বসল। অনেকদিন ধরে এই চিড়িয়াটার দিকে নজর ছিল। কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারছিল না। ঝিমলি সুকুরের মাল। ফলে আর কারুর সাহস ছিল না তার দিকে তাকানোর।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo