বেকারত্বের থেকে মৃত্যুকে আলিঙ্গন করলেন ২১ বছরের যুবক

0
496

বঙ্গদেশ ডেস্ক : গতকাল প্রকাশিত হয়েছে রাজ্য পুলিশ কনস্টেবলের চাকরি প্রার্থীদের তালিকা। বেশ কিছু জন সফল হলেও অসফল হয়েছে অনেকেই।
রাজ্য সরকারের চাকরির পরীক্ষা শুরু হওয়া থেকে শুরু করে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়া একটা লম্বা সময়ের খেলা। তার মধ্যে দুর্নীতি, মামলা হলে পরীক্ষা বাতিল , রেজাল্ট না বেরোনো এসব তো বর্তমানে এই রাজ্যের স্বাভাবিক ঘটনা ।

তারই মধ্যে এক মর্মান্তিক খবর, চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আত্মঘাতী তরুণ। জানা গিয়েছে, রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি একুশ বছরের বিপ্লব বিশ্বাস। পরিবারের দাবি, সেই কারণেই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন এই তরুণ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ বাদুরিয়া থানা এলাকার জঙ্গলপুর গ্রামের বাসিন্দা। বাড়ির কাছে একটি আমবাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি

পুলিশকে মৃতের পরিবার জানিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল। উত্তীর্ণ হতে পারেননি বিপ্লব। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রাতেও ছেলে বাড়ি না ফেরায় এলাকাতেই বিপ্লবকে খুঁজতে শুরু করে তাঁর পরিবার। আজ সকালে স্থানীয় একটি আমবাগানে বিপ্লবের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন পুলিশে। দেহ উদ্ধার করে বাদুরিয়া থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে।

ঘটনার তদন্তে নেমেছে বাদুরিয়া থানার পুলিশ। তারা জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে এমন মর্মান্তিক পরিণতির জন্য নিজেকেই দায়ী করেছেন বিপ্লব। এই সুইসাইড নোট আদৌ মৃত তরুণেরই লেখা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মিলিয়ে দেখা হবে হাতের লেখা। মৃতের পরিবারকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওই তরুণের মৃত্যু নিছকই আত্মহত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। চাকরির পরীক্ষার অসফল হয়েই কি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বিপ্লব নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

এ রাজ্যে পাল্লা দিয়ে বৃদ্ধি হওয়া বেকারত্ব এবং আগামী প্রজন্মের করুণ ভবিষ্যৎ এর আভাস দিয়ে গেলো এই যুবকের মর্মান্তিক পরিণতি।