আন্তর্জাতিক স্তরের দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় বাজিমাত বাঙ্গালী যুবকের

0
533

বঙ্গদেশ ডেস্ক:আন্তর্জাতিক স্তরে দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় বাজিমাত বাঙ্গালী যুবক, সন্দীপ রাজবংশীর। কোরিয়া, থাইল্যান্ড, ইরান-সহ বিশ্বের নানা দেশের তাবড় তাবড় প্রতিযোগীদের পিছনে ফেলে দিয়ে সেরার সেরা হয়েছে মালদহের সন্দীপ রাজবংশী। রাজধানী দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক স্তরের দেহসৌষ্ঠব প্রতিযোগিতার ৮০ কেজি বিভাগে সোনা জিতে নিয়েছেন আঠাশ বছরের সন্দীপ।

প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে সেরার সেরা হয়েছেন মালদহের সন্দীপ। ছেলের এই কৃতিত্বে খুশির জোয়ারে ভেসেছে তাঁর পরিবারে, খুশি জেলাবাসীও। বুধবার দিল্লি থেকে মালদহে ফিরেছেন সন্দীপ। তিনি বলেছেন, আন্তর্জাতিক শেরু ক্লাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতেছি। বাঙ্গলার নাম উজ্জ্বল করেছি। এই প্রতিযোগিতায় কোরিয়া, ইরান, থাইল্যান্ড-সহ বিভিন্ন দেশ থেকে অনেক প্রতিযোগী এসেছিলেন।

পুরাতন মালদহ ব্লকের পাণ্ডুয়া পঞ্চায়েতের আদিনা স্টেশনের কাছে বাড়ি সন্দীপ রাজবংশীর। কলেজ শেষ করে এখন শুধুমাত্র শরীর চর্চায় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। নিজে শরীর চর্চার পাশাপাশি অন্যান্য ছেলে-মেয়েদের শরীর চর্চার প্রশিক্ষণও দেন সন্দীপ।

তিনি বলেছেন, তাঁর এখন একটাই লক্ষ্য, দেশের নাম উজ্জ্বল করতে অলিম্পিক্স প্রতিযোগিতায় অংশগ্রহ । সেখানেই সাফল্য অর্জন করে দেশের নাম আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে চান তিনি।