‘গাড়ি উলটে যায়নি,সরকার বেঁচে গেলো ‘ যোগীকে কটাক্ষ অখিলেশের

0
337

বঙ্গদেশ ডেস্ক : উত্তরপ্রদেশের কুখ্যাত সন্ত্রাসবাদী বিকাশ দুবের মৃত্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যোগী সরকারকে একহাত নেন। টুইট করে বলেন ” কার নেহি পালটি, রাজ খুলনে সে সরকার পলটনেসে বাঁচায়ী গ্যায়ী হ্যায়”।

গতকাল মধ্যপ্রদেশের উজ্জয়িন এর একটি মন্দিরে ধরা পড়ে বিকাশ দুবে। এর পর উত্তরপ্রদেশ সরকারের বিশেষ দল তাকে গাড়িতে করে মধ্যপ্রদেশ থেকে আনার পথে প্রচন্ড বৃষ্টিতে গাড়ি উলটে যায়।সেই সময়ে গাড়ি থেকে বেরিয়ে পালাতে যায় বিকাশ দুবে। পুলিশ সূত্রে জানানো হয়েছে এক পুলিশের কাছ থেকে সার্ভিস পিস্তল ছাড়িয়ে নেয় এই কুখ্যাত অপরাধী। কিন্তু এলাকা ছাড়ার আগেই পুলিশবাহিনী তাকে ঘিরে ফেলে, গুলিযুদ্ধে আহত হয় বিকাশ দুবে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেন ডাক্তাররা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিযুদ্ধে আরো চার পুলিশকর্মী আহত হয়েছে।তারা হাসপাতালে ভর্তি আছে।

কানপুর হত্যাকান্ড

গত ৩ রা জুলাই উত্তরপ্রদেশ পুলিশের একটি দল বিকাশ দুবের বাড়ি যায় তদন্ত করতে। কিন্তু পুলিশ আসার খবর আগেই পেয়ে যায় বিকাশ দুবে। বাড়ি ঢোকার রাস্তায় একাধিকভাবে অবরোধ করে রাখে তার সহকারী সমাজবিরোধীরা। পুলিশের গোটা দলটিকে ঘিরে ধরে বাড়ির ছাদ থেকে গুলিবর্ষন করতে থাকে বিকাশ দুবের সহযোগীরা। ঘটনাস্থলেই মারা যান আট পুলিশকর্মী। এর পর আসরে নামে উত্তরপ্রদেশ পুলিশের বিশাল বাহিনী। এনকাউন্টার করে শেষ করতে থাকে বিকাশ দুবের বিশাল নেটওয়ার্ক।আসরে নামে বিশেষ প্রশিক্ষিত বাহিনীও। এরপর ওই দিনই তার দুজন সহযোগী প্রেম প্রকাশ পান্ডে ও অতুল দুবেকে কানপুরে এনকাউন্টার করে উত্তরপ্রদেশ পুলিশ।

৮ই জুলাই আর এক সঙ্গী অমর দুবেকে এনকাউন্টার করে উত্তরপ্রদেশ পুলিশ। মাথার দাম ছিলো ৫০ হাজার টাকা।৯ ই জুলাই কানপুরে কার্তিকেয় ইলিয়াস প্রভাত ও ইটাওয়াতে প্রভীন আলিয়াস বাওয়া দুবে নামে আরো দুই সহযোগীকে এনকাউন্টার করে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের ২৫ টি বিশেষ টিম হানা দিয়েছিলো ১০০ এর বেশি জায়গায়। ট্র‍্যাক করা হয়েছিলো ৫০০ এর বেশি ফোন নাম্বার। কোথাও খোঁজ মেলেনি বিকাশ দুবের।

অবশেষে গতকাল মধ্যপ্রদেশে মহাকাল মন্দিরে প্রবেশের সময় ধরা পড়ে সে। মধ্যপ্রদেশ থেকে আনার সময় গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে উত্তরপ্রদেশ পুলিশ খতম করে দেয় তাকেও।