কানপুর হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত বিকাশ দুবে নিহত

0
394

বঙ্গদেশ ডেস্ক: গতকাল মধ্যপ্রদেশের উজ্জয়িনের এক মন্দিরে প্রার্থনা করতে গিয়ে ধরা পড়ে কানপুর হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত কুখ্যাত সমাজবিরোধী বিকাশ দুবে। আজ সকালে পুলিশ জানায় বিকাশ দুবে মারা গিয়েছে।

বিকাশ দুবের নামে সমস্ত প্রকারের সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ ই আছে। ছোট বড় মিলিয়ে সে প্রায় ৭১ টি ঘটনায় অভিযুক্ত।

২০০১ সালে থানার মধ্যে ঢুকে তৎকালীন বি জে পি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী সন্তোষ শুক্লা কে হত্যা করে।
২০০০ সালে সিদ্ধেশ্বর পান্ডে নামে তারাচাঁদ ইন্টার কলেজের অ্যাসিস্টেন্ট ম্যানেজারকে হত্যা করে। রামবাবু যাদবের খুনের ছকও তার তৈরি।২০০৪ সালে দীনেশ দুবে নামে এক কেবল ব্যবসায়ীকে হত্যা করে।এর পর ২০১৮ সালে নিজের ভাইপো অনুরাগকে হত্যার জন্য চেষ্টা করে এই দাগী সমাজবিরোধী।

বিকাশ দুবে সমস্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে চলত বলে খবরে প্রকাশ।অফিসারদের সঙ্গেও তার ঘনিষ্ঠতা বর্তমান ছিলো। যে কারনে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় এসে প্রধান ১০ জন দাগী আসামীর নাম চাইলেও সে লিস্টে বিকাশ দুবের নাম ছিলো না।

বিকাশ দুবে এতোই দৌর্দন্ডপ্রতাপ ছিলো যে গোটা কানপুর শহরে সে গুন্ডাগিরি চালাতো প্রশাসনিক অফিসারদের ছত্রছায়ায়। তার কোন কুকীর্তি মুখ্যমন্ত্রী অব্ধি পৌঁছাতো না সরকারী অফিসারদের বদান্যতায়। কিন্তু এ সবের ছেদ পড়ে আট পুলিশকর্মী খুনে।গত শুক্রবার আট পুলিশকর্মীকে খুন করার পর তার খোঁজে নামে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের ২৫ টি বিশেষ টিম হানা দিয়েছিলো ১০০ এর বেশি জায়গায়। ট্র‍্যাক করা হয়েছিলো ৫০০ এর বেশি ফোন নাম্বার। কোথাও খোঁজ মেলেনি বিকাশ দুবের। অবশেষে গতকাল মধ্যপ্রদেশের এক মন্দিরে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীদের কাছে ধরা পড়ে যান তিনি।

মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ আনার সময় বিকাশ দুবেকে যে গাড়িতে আনা হচ্ছিলো তা উলটে যায়। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে।পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় বিকাশ দুবে।