ভারত মাতা কি জয়, সেনার সঙ্গে গলা মেলালেন রাজনাথ

0
550

বঙ্গদেশ ডেস্ক: শুক্রবার ছিলেন লাদাখে৷ সেখানে সেনাবাহিনীর মনোবল বাড়ানোর পাশাপাশি নাম না করে কড়া হুঁশিয়ারি দেন চিনকেও৷ আর শনিবার সেনা বাহিনীর জওয়ানদের পাশে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলায় শোনা গেল ‘ভারত মাতা কি জয়’৷

এদিন প্রতিরক্ষামন্ত্রী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনাবাহিনীর একটি ফরওয়ার্ড পোস্টে গিয়েছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷

পরে রাজনাথ সিং ট্যুইটারে ওই সফরের কথা লেখেন৷ জানান যে ওই এলাকায় মোতায়েন জওয়ানদের সঙ্গে তিনি কথা বলেছেন৷ তিনি যে দেশের সাহসী সেনা জওয়ানদের নিয়ে গর্ব অনুভব করেন, সেকথাও ট্যুইটে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী৷

একই সঙ্গে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও ট্যুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী৷ লিখেছেন, ‘‘জো বোলে সো নিহাল৷’’ ওই ভিডিওতেই দেখা যাচ্ছে যে সেনা জওয়ানরা ‘যো বোলে সো নিহাল…’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিচ্ছেন৷ আর তাঁদের সঙ্গে সামিল হয়ে গলা মেলাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

মোদী মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য অমরনাথ দর্শনেও যান৷ সেখানে তিনি ঘণ্টাখানেক সময় কাটিয়েছেন৷ অমরনাথ দর্শন করতে পেরে তিনি যে ধন্য, সেকথাও রাজনাথ ট্যুইটারে জানিয়েছেন৷

লাদাখ ও জম্মু-কাশ্মীরে দু’দিনের সফরের প্রথম দিন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন লেহতে৷ সেখানে তিনি সীমান্ত সংঘাত সংক্রান্ত স্পর্শকাতর পরিস্থিতি খতিয়ে দেখেন৷ নাম না করে চিনকে কড়া বার্তা দেন৷ বলেন, ‘‘বিশ্বের কোনও শক্তিই ভারতের এক ইঞ্চি জমিও ছিনিয়ে নিতে পারবে না৷’’