৪৯২ বছর পর রাম জন্মভূমিতে পালন হবে দিব্য দীপাবলি, মাহেন্দ্রক্ষণের সাক্ষী হবে ভারতবাসী

0
652

বঙ্গদেশ ডেস্ক:- উত্তর প্রদেশের অয্যোধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণের ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। প্রায় সাড়ে তিন বছর লাগবে এই মন্দিরটি সম্পূর্ণ তৈরি হতে। আর এর‌ইমধ্যে অয্যোধ্যায় বিশেষ ভাবে দীপাবলি উৎসব পালনের প্রস্তুতি চলছে। এবার অস্থায়ী মন্দিরে বিরাজমান রামলালার দরবারে স্বদেশী প্রদীপ ঝলমল করবে‌ সঙ্গে সমগ্র অয্যোধ্যায় প্রায় ৫ কোটি ৫১ লক্ষ প্রদীপ জ্বালানো হবে।

Dnaindia রিপোর্ট করেছে, এবার ৪৯২ বছর পর প্রথমবার দিব্য দীপাবলির আয়োজন করা হয়েছে রাম জন্মভূমি চত্বরে। সাড়ম্বরে পালন হবে দীপাবলী। এর সঙ্গে অস্থায়ী মন্দিরে রামলালার দরবারে অসংখ্য প্রদীপের আলোয় আলোকিত হবে চারিদিক। এর আগে খুব সীমিত জায়গার মধ্যে অয্যোধ্যায় শ্রী রাম জন্মভূমিতে দীপাবলি পালন করা হত। আর তখন শুধু পুরোহিতই শুধুমাত্র প্রদীপ জ্বালাতেন।

দীপাবলির অবসরে রামলালার অস্থায়ী মন্দিরেই এই বিশেষ পুজো হবে। আর এবছর দীপাবলিতে নতুন বিশ্বরেকর্ড বানানোর জন্য গোটা অয্যোধ্যায় ৫ লক্ষ ৫১ হাজার প্রদীপ জ্বালানো হবে বলে শোনা গিয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিশেষ অনুষ্ঠানে ১৩ ই নভেম্বর অয্যোধ্যায় উপস্থিত থাকবেন।রামলালা মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, ‘এবারের দীপাবলি রামলালা চত্বরে পালন করা হবে, এটি অদ্বিতীয় আর অভূতপূর্ব হতে চলেছে বলে আশা করা যায়। বিভিন্ন রকম ঘটনার বাতাবরণে প্রভু শ্রীরামকে দীর্ঘ ২৮ বছর ত্রিপলের নীচে কাটাতে হয়েছে। এবার কলি যুগে ত্রেতা যুগের মতো দীপাবলি পালিত হবে, আর গোটা বিশ্ব সেটি মুগ্ধ নয়নে দেখবে।”