বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে উল্লাস! প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ মালায়ালাম পরিচালক আলী আকবরের

0
929

বঙ্গদেশ ডেস্ক: বিখ্যাত মালায়ালাম পরিচালক আলী আকবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, যে তিনি সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের দুঃখজনক মৃত্যুতে আনন্দে আত্মহারা জনগণের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ইসলাম ত্যাগ করছেন। আলী আকবর ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, এখন থেকে তিনি এবং তার পরিবারের কোনও ধর্ম থাকবে না।

আলী আকবর এর আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ইসলামপন্থীদের সমালোচনা করেছেন যারা সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছিল। ভিডিওটি অত্যাধিক রিপোর্ট পাওয়ার ফলে আকবরের অ্যাকাউন্ট এক মাসের জন্য সিকিউরিটি ব্লক করা হয়েছে। এরপর পরিচালক নতুন অ্যাকাউন্ট খুলে ইসলাম ত্যাগ করার খবর জানিয়েছেন। আকবর বলেছেন, “যারা হাসির ইমোজি দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার পাঁচ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। আমি এটা মেনে নিতে পারছি না, কিছুতেই মানতে পারছি না, তাই আমি আমার ধর্ম ত্যাগ করছি। আমার বা আমার পরিবারের আর কোন‌ও ধর্ম নেই। এটাই সিদ্ধান্ত।”

আলী আকবর আরও জানান, এখন থেকে তিনি রামসিমহান নামে পরিচিত হবেন। “রামসিমহান এমন একজন ব্যক্তি যিনি কেরালার সংস্কৃতিকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন।তিনি জানিয়েছেন, ১৯৪৭ সালে ইসলাম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার জন্য রামসিমহান এবং তার পরিবারকে ইসলামপন্থীরা হত্যা করেছিল।

আলী আকবর জানান, স্ত্রীর সঙ্গে আলোচনা করে ইসলাম ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি যে পোশাক নিয়ে জন্মেছি তা ফেলে দিচ্ছি। আকবর তার ফেসবুক পেজে সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুকে উপহাস করেছেন এমন ব্যক্তিদের নাম সম্বলিত একটি ছবিও পোস্ট করেছেন। আলী আকবর জনম টিভির সাথে কথা বলেছেন এবং দেশবিরোধীদের বিরুদ্ধে তার প্রতিবাদ এবং ইসলাম ত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন।