ইমরান খানের মন্ত্রীর বক্তব্যের রেশ ধরেই পাকিস্তানকে বন্দী করার নিদান ভি কে সিংয়ের

0
481

বঙ্গদেশ ডেস্ক:- পাকিস্তানের কফিনে পেরেক পুঁতেছেন সেদেশেরই মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। দেশের সংসদে দাঁড়িয়ে পুলওয়ামা হামলায় পাকিস্তান সরকারের যোগসাজশের কথা স্বীকার করেন ইমরান খানের মন্ত্রীসভার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এবার সেই বক্তব্যকেই কাজে লাগিয়ে পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কালো তালিকায় পাঠানোর দাবি তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং।

এই বিষয়ে ভি কে সিং বলেছেন, “আমি ফাওয়াদকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই পুলওয়ামা হামলা সংক্রান্ত সত্যি কথাটা অকপটে স্বীকার করে নেওয়ার জন্য। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই হামলার প্রেক্ষিতে জোগাড় করা সব প্রমাণই পাকিস্তানের পক্ষে যাচ্ছে। সেই কারণেই ভারত সরকার পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। আমার মনে হয় এই স্বীকারোক্তিকে প্রমাণ হিসেবে গ্রহণ করে পাকিস্তানকে FATF-এর কালো তালিকায় পাঠানো উচিত।

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের চোখ-রাঙানিতেও শোধরানোর কোনোরকম ইঙ্গিত দেয়নি পাকিস্তান তা একদম স্পষ্ট। সূত্র মারফত জানা গিয়েছে, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করা ছাড়াও তালিবানদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে পাকসেনা। FAFT-র তরফে একটি তালিকা প্রকাশ করে জানিয়ে দেয়া হয়েছে পাকিস্তানকে ধূসর তালিকায় রাখা হবে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর ১৪ ই ফেব্রুয়ারির রাত ভারতের ইতিহাসে অন্ধকারতম দিন। ভালোবাসার পবিত্র দিনে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল কাশ্মীর উপত্যকায়। বিস্ফোরণে শহীদ হয়েছিল ৪০ জন ভারতীয় জ‌ওয়ান। সেনা মৃত্যুতে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল সারাদেশে। পুলওয়ামা হামলার চার্জশিটে ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারই মধ্যে একথা বললেন পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ। সেই সময়েই এমন মন্তব্য করেন পাকিস্তানের ওই মন্ত্রী।

পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সংসদে ২০১৯ সালের পুলওয়ামা হামলার বিষয়ে এমন মন্তব্য করেন যা শুনে গোটা বিশ্ব চমকে গিয়েছে। সে দেশের সরকার বিরোধী জোটকে মোক্ষম জবাব দিতে গিয়ে তিনি বলেন, ” আমরা ভারতীয়দের ঘরে ঢুকে মেরে এসেছি। পুলওয়ামা আমাদের সাফল্য। ইমরান খানের সরকার সফল। এবং আমরা প্রত্যেকেই এই বিশেষ সাফল্যের অংশীদার।”

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেনা প্রধানের সঙ্গে বিতর্ক হয় বিরোধী নেতা আয়াজ সাদিকের। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিমান নিয়ে ডগ ফাইট এবং ভারতীয় বায়ুসেনা ফাইটার পাইলট অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার ইস্যুতে চলছিল তুমুল তর্কবিতর্ক। সেই সময়েই পাকিস্তানের সংসদে পুলওয়ামার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে একথা বলেছেন পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার জন্য চাপ দেওয়ার কথা বলা হলেও ভারতের অনেক আমলা এবং কূটনৈতিক স্তরে অনেকেই চান না যে পাকিস্তানকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। তাদের মতে, পাকিস্তান ধূসর তালিকাতেই থাক। তাতে সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করার বিষয়ে তাদের ওপর চাপ বজায় রাখা সম্ভবপর হবে। ওই আধিকারিক জানিয়েছেন, একবার পাকিস্তান কালো তালিকাভুক্ত হয়ে গেলে তারা হাতের নাগালের বাইরে চলে যাবে।