শুভেন্দুর পথেই হাঁটলো মালদা তৃণমূলের ৬ অঞ্চল সভাপতি,একযোগে পদত্যাগ

0
625

বঙ্গদেশ ডেস্ক: গতকাল শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই পুরোদমে চাপে তৃণমূল। এবার আরও চাপ বাড়িয়ে মালদা তৃণমূলের ৬ জন অঞ্চল সভাপতি পদত্যাগ করলেন। শুভেন্দুর পদত্যাগে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয় যে তৃণমূলের ভাঙন ধরতে চলেছে। তৃণমূলের এই ছয় অঞ্চল সভাপতির পদত্যাগের পর সেই সম্ভাবনা আরও দৃঢ় হলো।

এদিকে প্রথম থেকেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনরূপ মন্তব্য করেননি শুভেন্দু। প্রথমে মন্ত্রীত্ব ত্যাগ ও পরে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে শুভন্দু তৃণমূলকে স্পষ্ট বার্তা দেন যে তিনি আর তৃণমূলে থাকছেন না। সূত্রের খবর অনুযায়ী, আজ তমলুকে একটি সভার পর দিল্লীতে যেতে পারেন শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত জোর গুঞ্জন চলছে যে বিজেপিই শুভেন্দুর গন্তব্য। তবে এটা অনেকটাই পরিষ্কার যে শুভেন্দু যেখানেই যাক না কেন, শুভেন্দুর সাথে তৃণমূলের একটি বড় অংশও তৃণমূল ত্যাগ করবে।

শনিবার মেদিনীপুরে অমিত শাহের একটি জনসভা করার কথা রয়েছে। অন্যদিকে গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী সহ বেশ কয়েকজনকে সাথে নিয়ে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে উপস্থিত হন শুভেন্দু৷ শুভেন্দুর এই মুহুর্মুহু বৈঠক ও বিভিন্ন তৃণমূল নেতাদের পদত্যাগের ফলে তৃণমূল অনেকটাই শঙ্কিত। বিধানসভা নির্বাচনের পূর্বে এটাই কি তৃণমূলের বিদায়ী ঘন্টা, এমনটাই প্রশ্ন তুলেছেন অনেকে।