অতীতের স্পেকট্রাম কেলেঙ্কারি ঝেড়ে ফেলে ‘স্বচ্ছ’ পদ্ধতিতে টেলিকম ক্ষেত্রকে চাঙ্গার পথে কেন্দ্রে

0
548

বঙ্গদেশ ডেস্ক: আরেক দফা স্পেকট্রাম নিলামের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে টেলি যোগাযোগ দপ্তরের স্পেকট্রাম নিলামে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই নিলামের মধ্য দিয়ে বাণিজ্যিক মোবাইল সংস্থাগুলির জন্য স্পেকট্রাম বণ্টন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। নিলামে সফল সংস্থাগুলিই একমাত্র এই দায়িত্ব পাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এদিন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছেন, “ এই বিষয়ে চলতি মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আগামী বছরের মার্চের মধ্যেই এই সমস্ত স্পেকট্রামের নিলাম সেরে ফেলা হবে।”

স্পেকট্রামের নিলাম যে স্বচ্ছ পদ্ধতিতে করা হবে, অত্যন্ত জোরের সঙ্গে এই দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর। অতীতে কংগ্রেসের আমলে স্পেকট্রাম বণ্টনকে কেন্দ্র করে যে আর্থিক কেলেঙ্কারি হয়েছিল, তা দেশের মানুষের অজানা নয়। সেই আবহ মাথায় রেখে স্বচ্ছতার দাবি বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দেশের টেলিকম ক্ষেত্রকে আরও চাঙ্গা করে তুলবে বলেই আশা করা হয়েছে।

এ প্রসঙ্গে জাভড়েকর বলেছেন, “পর্যাপ্ত পরিমাণে স্পেকট্রামের ব্যবহারের সুযোগ দেওয়া হবে। ফলে গ্রাহকরা উন্নতমানের টেলিকম পরিষেবার সুবিধা পাবেন। টেলিকম ক্ষেত্র বর্তমানে দেশের আর্থিক বিকাশ, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান এবং ডিজিটাল ইন্ডিয়ার উন্নতির সঙ্গে সরাসরি যুক্ত। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।”

স্পেকট্রাম প্রসঙ্গে কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২০ বছরের মেয়াদে স্পেকট্রামগুলি ভাগবণ্টন করা হবে। এবিষয়ে ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৯২,৩৩২.৭ কোটি টাকা। নিলামে সফল সংস্থাগুলি তাদের নেটওয়ার্কের ক্ষমতা আরও বাড়াতে পারবে এবং নতুন সংস্থাগুলি তাদের টেলি যোগাযোগ ক্ষেত্রে পরিষেবা শুরু করতে পারবে। নিলামে অংশগ্রহণকারী সংস্থাগুলিকে ব্লকের আকারের ওপর বিবেচনা করে বিভিন্ন শর্ত পালন করতে হবে, যার মধ্য দিয়ে তারা সর্বোচ্চ কতটা স্পেকট্রাম ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করা হবে।