লক্ষ্য একুশের ভোট! ভোটকৌশলী পিকের মন্ত্রে ভর দিয়ে উত্তরবঙ্গ সফরে ভাইপো⁩

0
518

বঙ্গদেশ ডেস্ক:- উত্তরবঙ্গে ধীরে ধীরে জমি হারাচ্ছে তৃণমূল। বিজেপি উত্তরকন্যা অভিযানে রীতিমতো শক্তি প্রদর্শন করেছে। কোচবিহারের তৃণমূল বিধায়ক‌ও দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। লোকসভা ভোটে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। সেকথা মাথায় রেখেই উত্তরবঙ্গ বাঁচাতে ওখানে সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত তাঁর উত্তরবঙ্গে সফর অভিযান চলবে। খবর পাওয়া গিয়েছে, এই চার দিনের সফরে একাধিক কর্মীসভা করবেন অভিষেক। তবে একটিই মাত্র সভা করবেন গঙ্গারামপুরে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার উত্তরবঙ্গ সফরে তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ক্রমশ ঘাঁটি হারাচ্ছে তৃণমূল। লোকসভা ভোটে উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলাতেই অত্যন্ত খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনে জঘন্য ফল করেছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই উত্তরবঙ্গ নিয়ে বেশি চিন্তিত তৃণমূল। তাই মমতার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তড়িঘড়ি এই সফর।

৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চারদিনের উত্তরবঙ্গ সফরে একাধিক কর্মীসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠী কোন্দল মেটাতেই অভিষেকের এই কর্মীসভা বলে ধরা হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে দার্জিলিং সর্বত্র তৃণণূলের অন্তর্কলহ প্রকট হয়ে উঠেছে। সেই সংকট মেটাতেই অভিষেক চার দিনের সফরে কেবল কর্মীসভার ওপর জোর দিয়েছেন বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের নেতা থেকে সাধারণ কর্মী সকলের ক্ষোভের কথা শুনবেন অভিষেক।

লোকসভা ভোটে উত্তরবঙ্গে বেশ ভালো ফল করেছে বিজেপি। কাজেই বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ভোটার নিয়ে অনেকটাই জমি শক্ত করে ফেলেছে পদ্ম শিবির। উত্তরকন্যা অভিযানে বিজেপির শক্তি প্রদর্শন নজর কেড়েছে সকলের।তবে চাপ বাড়িয়েছে দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন। হঠাৎ করে বিজেপি থেকে তৃণমূলের ছাতার তলায় আশ্রয় নিয়েছেন বিদ্রোহী মোর্চা নেতা বিমল গুরুং। বিধানসভা ভোটে তৃণমূলকে সরাসরি সমর্থন করার কথা ঘোষণা করেছেন গুরুং। তাতে একটু হলেও দমে গিয়েছে বিজেপি।

তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান দিয়ে প্রচারমঞ্চে সরব হয়েছে শুভেন্দু অধিকারী। একাধিক সভায় অভিষেকের বিরুদ্ধে স্লোগান তুলেছেন তিনি। পিসি-ভাইপোর সরকার উৎখাত করতেই তিনি বিজেপিতে যোগদান করেছেন বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্জুন সিংয়ের মাটি খড়দহের সভা থেকে বুয়া-ভাতিজার সরকার হঠাও ডাক দিয়েছেন শুভেন্দু।