একুশের নির্বাচনের পূর্বে বাংলাদেশ সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর

0
748

বঙ্গদেশ ডেস্ক: গত বুধবার দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। গতকাল বাঁকুড়া থেকে তিনি তাঁর কর্মসূচী শুরু করেন। সেখানে তিনি জানান, আসন্ন নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি এবং একুশের নির্বাচনে জয়ের জন্য ২০০ আসনের লক্ষ্যমাত্র স্থির করেন। এরপর তিনি বাঁকুড়ায় এক আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন।

বাঁকুড়ার কর্মসূচীর পরে গতকালই কলকাতায় ফিরে আসেন অমিত শাহ। গতকাল সকাল থেকেই পুনরায় তাঁর কর্মসূচী শুরু হয়। বাংলাদেশ সীমান্ত নিয়ে একুশের নির্বাচনের পূর্বে বিশেষ ভাবনা থাকতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত ছিল। BSF কর্তাদের সাথে দেড় ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ মিটিং করেন অমিত শাহ। এই মিটিংটিতে মূলত মালদহ, নদীয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার BSF কর্তারা উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, এই মিটিংয়ে একুশের নির্বাচনের আগে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

মিটিংয়ে একুশের নির্বাচনের আগে সীমান্তের ওপার থেকে যাতে কোনও অবৈধ বাংলাদেশি ভারতে না প্রবেশ করতে পারে তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল কেন্দ্র। এই মিটিংয়ে তা নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। মিটিংয়ে সীমান্তবর্তী এলাকাসমূহের পরিস্থিতি নিয়ে BSF কর্তাদের সাথে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী প্রয়োজনে নির্বাচনের পূর্বে সীমান্ত সিল করার কথা জানিয়েছেন। সীমান্তের ওপার থেকে সশস্ত্র বাংলাদেশীরা এসে ভোট প্রভাবিত করতে পারে এবং ভোটে অশান্তি ছড়ানোর চেষ্টা করার আশঙ্কা থেকেই এই মিটিং করা হয়েছে। কারণ ইতিপূর্বেও অবৈধ বাংলাদেশীদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ছিল। নির্বাচনের আগে যে বাংলাদেশ সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মিটিংয়ের পর তা একপ্রকার স্পষ্ট।