রিঙ্কু শর্মা মার্ডার কেসে গ্রেফতার আরও চারজন, ভিডিও ফুটেজে মিলেছে হামলার তথ্য

0
550

বঙ্গদেশ ডেস্ক:- বজরং দলের কর্মী ২৫ বছর বয়সী রিঙ্কু শর্মার খুনের ঘটনায় দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আরও ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ চেক করে রিঙ্কু শর্মার উপর হামলা করতে দেখা গিয়েছে অভিযুক্তদের। অভিযুক্তরা দিল্লীর মঙ্গলপুরী এলাকায় কিছুদিন আগে বাড়িতে ঢুকে রিঙ্কু শর্মাকে নৃশংসভাবে খুন করে। পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে এর আগে গ্রেফতার করেছিল। তারপর আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রিঙ্কু শর্মা মার্ডার কেসে যে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে তাদের নাম … দীন মহম্মদ (৪০), দিলশান (২২), ফৈয়াজ (২১) আর ফৈজান (২১)। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা বলেছেন, রিঙ্কু শর্মা হত্যাকাণ্ডে পাওয়া ভিডিও ক্লিপের ভিত্তিতেই এদের গ্রেফতার করা হয়েছে। ভিডিওতে ওই চারজনকে চাকু দিয়ে রিঙ্কু শর্মার উপর হামলা করতে দেখা গিয়েছে।

রিঙ্কু শর্মা মার্ডার কেস নিয়ে দিল্লীর রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েছে। আম আদমি পার্টি আর বিজেপি নেতাদের মধ্যে এই মামলা নিয়ে তর্জা শুরু হয়েছে। রিঙ্কু শর্মার খুনের পর বিজেপির অনেক নেতাই রিঙ্কুর পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিয়েছে।

দিল্লী পুলিশ এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছে, একটি জন্মদিনের পার্টিতে দুই পক্ষের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে রিঙ্কু শর্মাকে বাড়িতে ঢুকে চাকু দিয়ে খুন করা হয়েছে। কিন্তু বিজেপির নেতারা এটিকে সাম্প্রদায়িক ঘটনার অ্যাঙ্গেলে ঘোরাতে চাইছেন। বিজেপি নেতা কপিল মিশ্রা রিঙ্কু শর্মার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য চাঁদা সংগ্রহ অভিযান‌ও শুরু করেছেন।