সুপ্রিম নির্দেশে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এবার সিবিআইয়ের হাতে

0
338

বঙ্গদেশ ডেস্ক: শেষ পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উদঘাটনের তদন্তভার দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো বা সিবিআইকে৷ বুধবার সকালে সুপ্রিম কোর্ট সিবিআইকে এ নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে৷ জুন মাসের ১৪ তারিখ অভিনতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকে৷

প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হয়েছিল৷ সেই মতো তদন্তও শুরু করেছিল মুম্বই পুলিশ৷ সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর মুম্বই পুলিশকে এখনও পর্যন্ত হওয়ার তদন্তের রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে৷

পাশাপাশি এখনও পর্যন্ত তারা যে প্রমাণ সংগ্রহ করেছে, তাও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ মুম্বই পুলিশ এই ঘটনায় প্রথম থেকে তদন্ত করলেও, তাদের তদন্তে অনেকেই খুশি ছিল না৷ অভিযোগ উঠছিল যে বলিউড এবং মহারাষ্ট্রের কিছু রাঘববোয়ালকে আড়াল করতেই তদন্তে ঢিলেমি দিচ্ছিল মুম্বই পুলিশ৷

এই পরিস্থিতিতে বিহারের পটনার রাজীবনগর থানায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কেকে সিং৷ তিনি সুশান্তের বাবা৷ সেই এফআইআর নিয়েও নানা টালবাহানা হয়েছে৷

বিহার পুলিশকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুম্বই পুলিশের বিরুদ্ধে৷ কিন্তু বিহারে দায়ের হওয়া এফআইআরকে একদম সঠিক বলে বর্ণনা করেছে সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে যে শুধু বিহারে দায়ের হওয়া এফআইআর নয়, এই ঘটনায় দায়ের সমস্ত অভিযোগেরই তদন্ত করবে সিবিআই৷

আর কোনও রাজ্যের পুলিশ যে সিবিআইয়ের তদন্তে নাক গলাতে পারবে না, সেটাও এদিনের রায়ে স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত৷