কোভিড পরিস্থিতির জন্যই প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়েছে! ব্যাখ্যা দিল রেল

0
372

বঙ্গদেশ ডেস্ক: এর আগে প্ল্যাটফর্ম টিকিট ছিল ১০ টাকা, এখন সেটাই বেড়ে হয়েছে ৫০ টাকা৷ পুনে স্টেশনের সেই প্ল্যাটফর্ম টিকিটের ছবিটি পোস্ট করেন পুনের এক ব্যক্তি এবং জানান যে, তার কাছ থেকে রেল ৫০ টাকা ধার্য করেছে প্ল্যাটফর্ম টিকিটের জন্য। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছিল সরকারের মুণ্ডপাত, সমালোচনা। বেসরকারিকরণকে দায়ী করছিলেন নেটিজেনদের একাংশ৷ তবে এরপরেই বিবৃতি দেয় রেল।

একাধিক বিভ্রান্তিমুলক প্রচারের পরে অবশেষে রেল বিষয়টিকে স্পষ্ট করে দিয়ে জানায়, ‘কোভিড আবহে সামাজিক দুরত্ববিধি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত একান্তই ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের।’

সাধারণত একটি প্ল্যাটফর্ম টিকিটে, দু ঘন্টা ধরে রেলস্টেশনে থাকা যায়। চলতি বছরের মার্চে এই টিকিটগুলির দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছিল যাতে বেশী লোকে স্টেশনে না থাকেন। এর মাঝে এই ঘটনা সকলের সামনে আসেনি কেননা ট্রেন চলাচল বন্ধ ছিল৷ এখন স্পেশ্যাল ট্রেন চলা শুরু হওয়ায় মানুষ স্টেশনে আসছেন এবং বহু মানুষের নজরে পড়ছে এটি।