ঝাড়খন্ডে ফের মাওবাদী হানা, ল্যান্ডমাইন বিস্ফোরণে হত দুই জাওয়ান

0
636

বঙ্গদেশ ডেস্ক: ঝাড়খন্ড থেকে মাওবাদী হামলার খবর আজকাল কমই পাওয়া যায়। কিন্তু বৃহস্পতিবার সকালে বিস্ফোরণে ফের কেঁপে উঠল ঝাড়খণ্ড। সকাল পৌনে ন’টা নাগাদ পশ্চিম সিংভূমের হোয়াহাতু গ্রামে হওয়া ওই বিস্ফোরণে দু’জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিন জন। বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। উক্ত ঘটনার জন্য সন্দেও করা হচ্ছে অতি বামপন্থী মাওবাদী নকশালদের।

সংবাদ সংস্থা এএনআইকে ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, ”নকশালদের রাখা আইইডি বিস্ফোরণে ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর দু’জনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন। বিস্ফোরণের পরে এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।” আহত জওয়ানদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান রয়েছেন বলে জানানো হয়েছে। বাকিরা জাগুয়ার বাহিনীর। প্রসঙ্গত উল্লেখ্য, জাগুয়ার বাহিনী তৈরি করা হয়েছিল বিশেষত মাওবাদীদের দমন করার উদ্দেশ্যে। এলাকার স্থানীয় লোকজন যাদের কাছে এলাকার বিশদ জ্ঞান থাকে, তারাই মূলত এই বাহিনীর সঙ্গে যুক্ত হন। এটি অত্যন্ত ঘাতক এক বাহিনী যারা জঙ্গলের যুদ্ধ প্রণালীতে মাহির হয়। 

ইতিমধ্যেই ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনী ও সিআরপিএফ-এর তরফে যৌথ অভিযান শুরু হয়েছে। তন্ন তন্ন করে খুঁজে দেখা হচ্ছে এলাকা। দীর্ঘদিন ধরেই মাওবাদী সমস্যায় জেরবার ঝাড়খণ্ড। দিন দিন বাড়ছে তাণ্ডব। হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন নবনির্বাচিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডির কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাওবাদীদের মোকাবিলা করা। নতুন সরকার আসার পর থেকেই উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মাওবাদী কার্যকলাপ। যা ভাবাচ্ছে প্রশাসনকে। তার মধ্যেই ফের আইইডি বিস্ফোরণের ঘটনা উদ্বেগ বাড়াল।