তিন তালিবান জঙ্গিকে খতম করে মা-বাবার হত্যার প্রতিশোধ আফগান কন্যার

0
815

বঙ্গদেশ ডেস্ক: বাবা-মা আফগানিস্তান সরকারকে সমর্থন করতেন। তাই তাদের কে হত্যা করেছে তালিবানি জঙ্গিরা। তারই বদলা নিল ১৬ বছর বয়সী মেয়ে কোয়ামর গুল। পরিবারের AK-47 বন্দুক দিয়ে মেরে ফেলল তিনজন তালিবান জঙ্গিকে। আহত করল আরও একাধিককে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের গেরিভেহ গ্রামে।

জুলাই মাসের ১৭ তারিখের মাঝরাতের ঘটনা। ৪০ জন সশস্ত্র তালিবান তাণ্ডবলীলা চালাতে এসেছিল আফগানিস্তানের গেরিভেহ গ্রামে। গ্রামে ঢুকেই কোয়ামর গুলের বাড়ির দরজায় কড়া নাড়তে শুরু করে তারা৷ কোয়ামর গুলের মা তখনও আঁচ করতে পারেননি গোটা বিষয়টা। তিনি দরজা খুলতে গেলেই হঠাৎ করে গুলি চালায় ওই সন্ত্রাসবাদীরা। মেরে ফেলে তাঁকে। কোয়ামরের মা কে মেরে ফেলার পরেই তার বাবাকেও মেরে ফেলে তারা।

তবে নিজের চোখে মা-বাবার মৃত্যু দেখার পরে চুপটি করে বসে থাকেনি কিংবা হার মেনে নেয়নি মাত্র ১৬ বছর বয়সী কোয়ামর। সে বাড়িতে রাখা AK-47 তুলে নিয়েছে। গুলির বৃষ্টি করেছে জঙ্গিদের ওপর। একঘণ্টা ধরে তার সাথে গুলির লড়াইয়ে মারা গেছে তিনজন জঙ্গি। ১২ বছর বয়সী ভাইকে নিয়ে আহত করেছে আরও কয়েকজন জঙ্গিকে৷

এক ঘণ্টা ধরে গুলির লড়াইয়ের পরেই সরকারের তরফ থেকে সাহায্য করার জন্য নিরাপত্তা বাহিনী এবং গ্রামবাসীরা এসে যাওয়ায় তালিবান জঙ্গিরা পালাতে বাধ্য হয়। বর্তমানে এই বীরাঙ্গণা কোয়ামর গুলকে ওই প্রদেশের রাজধানীর একটি সুরক্ষিত অঞ্চলে রাখা হয়েছে। সেখানে তার ভাইবোনেরা ধীরে ধীরে কঠিন মানসিক ধাক্কা থেকে সুস্থ হয়ে উঠছে।