দূরত্ববিধি শিকেয়, ১৫ হাজার জনতার সামনে মেদিনীপুরে সভা তৃণমূলের দেবাংশুর

0
1822

বঙ্গদেশ ডেস্ক: রাজ্যে যখন করোনা সংক্রমণ বেড়েই চলেছে, আরও বেশী করে সতর্ক থাকতে বলা হচ্ছে মানুষকে, তখনই মেদিনীপুরের মোহনপুর ব্লকে জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানে বক্তৃতা দিতে আসেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্য। সভা শেষে শাসকদলের নেতারাই দাবি করেছেন, কম করে ১৫ হাজার মানুষের সমাগম হয়েছিল তাদের সভায়।

আর এই সভা নিয়েই বিস্তর সমালোচনা শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে যেখানে ২৫ জনের বেশী মানুষকে এক জায়গায় সমবেত হতে বারণ করছে সরকার, সেখানে ১৫ হাজার জন মানুষকে নিয়ে সভা কীভাবে করল শাসকদল?

মুহুর্তের মধ্যেই এই খবর দাবানলের মত ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস ও দেবাংশুকে ধিক্কার জানান নেটিজেনরা। ভাইরাল হওয়া সভার ছবিগুলিতেই স্পষ্ট যে একেবারেই সামাজিক দুরত্ববিধি মেনে সভার আয়োজন করা হয়নি। একে অপরের গা ঘেঁসাঘেঁসি করে দর্শকদের বসানো হয়েছে।

এই ছবিগুলি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শাসক নেতাদের বিচার-বুদ্ধি নিয়ে সমালোচনা, মস্করা দুই ই চলছে সমানতালে। বিজেপি নেতাদের বক্তব্য, ‘তৃণমূল নেতারাই সর্বনাশ করে দিলেন । এই সমাবেশ থেকে সংক্রমণ ছড়ালে তার দায় কি ওনারা নেবেন?’