ভারতের প্রথম করোনা ভ্যাকসিন মানুষের ওপর পরীক্ষার অনুমতি পেলো

0
606

বঙ্গদেশ ডেস্ক: হায়দ্রাবাদের কোম্পানি ভারত বায়োটেক প্রথম করোনাভাইরাস প্রতিষেধকের পরীক্ষা চালানোর অনুমতি পেলো। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক কে ফেজ ১ ও ফেজ ২ ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে।

আগামী জুলাই মাসে পরীক্ষামূলক প্রতিষেধক দেওয়া শুরু হবে। তার আগে প্রি ক্লিনিক্যাল তথ্যের ওপর ভিত্তি করে প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। এই প্রতিষেধকটি তৈরি হয়েছে হায়দ্রাবাদের বায়োসেফটি লেভেল ৩ ল্যাবরেটরিতে যা জিনোম ভ্যালিতে অবস্থিত। এটি মূলত একটি নিষ্ক্রিয় ভাইরাস দিয়ে তৈরি প্রতিষেধক।

ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি পুনের সহযোগিতায় এই প্রতিষেধকটি তৈরি হয়েছে। ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি একটি করোনাভাইরাসের স্ট্রেন আলাদা করে ও তা ভারত বায়োটেককে দেয়। তা থেকেই এই প্রতিষেধক তৈরি হয়েছে।

ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচরিতা এল্লা জানিয়েছেন “দেশীয় পদ্ধতিতে প্রতিষেধক তৈরি করা অত্যন্ত প্রয়োজন। এটা মহামারির বিরুদ্ধে প্রতিরোধ তৈরিতে আমাদের সহায়তা করবে। কম খরচে যাতে এটা হয় সেটাও দেখতে হয়েছে।

নিষ্ক্রিয় ভাইরাস কি?
সক্রিয় ভাইরাসকে বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে অক্ষম করে দেওয়া হয়। এর পর মানুষের দেহে প্রবেশ করানো হয়। এর ফলে মানুষের দেহে ক্ষতি না করলেও ভাইরাস শরীরে প্রবেশ করায় অনাক্রম্যতা তৈরি হয়। এই পদ্ধতিই কাজে লাগানো হয়েছে নতুন ভাইরাস বানানোর ক্ষেত্রে।