ভোটের পর অনুব্রত মন্ডলকে জেলে পাঠানো হবে, ইঙ্গিতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

0
655

বঙ্গদেশ ডেস্ক: রাজ্যে ৬ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, বাকি আর দুই দফা। এই দুই দফার মধ্যে অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমেও নির্বাচন রয়েছে। বীরভূম নিয়ে বাড়তি নজরদারি চালানোর পরিকল্পনা নির্বাচন কমিশনের। ইতিমধ্যে বীরভূম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে দুঁদে IPS অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে। যদিও বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, কমিশন যাকেই পাঠাক না কেন, বীরভূমে আগেও যেমন ভোট হত এবারও তেমনই হবে।

রাজ্যে বাকি আর মাত্র দুই দফার নির্বাচন। যে সকল বিধানসভা কেন্দ্রে এখনও নির্বাচন বাকি সেগুলোর মধ্যে অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র হলো বোলপুর বিধানসভা কেন্দ্র, যা তৃণমূলের “দাপুটে” নেতা অনুব্রত মন্ডলের গড় হিসেবে পরিচিত। ইতিমধ্যেই সকল প্রকার বিশৃঙ্খলাকে রুখে দেওয়ার জন্যে তৎপর নির্বাচন কমিশন এবং তারই অংশ হিসেবে সেখানে নিয়োগ করা হয়েছে সম্প্রতি রাজ্যে বিখ্যাত হওয়া অকুতোভয় IPS অফিসার নগ্রেন্দ্রনাথ ত্রিপাঠিকে। তবে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে বীরভূমে আগের মতোই ভোট হবে। 

অন্যদিকে বীরভূমে নির্বাচনের প্রচারে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী ইঙ্গিতপূর্ণভাবে সাফ জানিয়ে দিলেন যে নির্বাচনের ফলাফলের পরে অনুব্রত মন্ডলের ঠিকানা হবে জেলখানায়। এদিন অনুব্রত মন্ডলকে “গুন্ডাভাই” বলে সম্বোধন করে একের পর আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। সমস্ত গুন্ডাদের নির্বাচনের ফলাফলের পর জেলে ঢোকানো হবে, এমনটাই বলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলীর সমর্থনে প্রচার সভা করতে এসে স্মৃতি ইরানি অনুব্রত মন্ডলকে গুন্ডাভাই সম্বোধন করে ইঙ্গিতে বলেন, ” এখানকার যে গুন্ডাভাই আছেন এবং তৃণমূলের সমস্ত গুন্ডাদেরকে নির্বাচনের ফলাফলের পর জেলে ঢোকানো হবে। গুন্ডাভাই তুমি ভোটের অওরে জেলে থাকবে আর আমরা তোমাকে নমস্কার জানাবো বাইরে থেকে। এর আগে শুভেন্দু অধিকারীও প্রচারে এসে অনুব্রত মন্ডলকে ইঙ্গিত করে বলেছিলেন যে গোয়ান্দা সংস্থা তৃণমূলের সুপারম্যানকে ছাড়বে না।