বাংলার নেতৃত্বে জগতসভায় শ্রেষ্ঠ আসন পাবে ভারত, মতপ্রকাশ বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর

0
595

বঙ্গদেশ ডেস্ক: পুরনো কবিতার লাইন ব্যবহার করে নির্বাচনী প্রচার করছেন বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। শুক্রবার প্রচারে গিয়ে তিনি উচ্চারণ করেছেন, ‘ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে। আর সেই ভারতকে পরিচালনা করবে পশ্চিমবঙ্গ।’

বিজেপির দীর্ঘদিনের সদস্য ডঃ অনির্বাণ গাঙ্গুলী। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের ডিরেক্টর। তবে জীবনে এই প্রথমবার রাজনীতির ময়দানে লড়াই করতে নেমেছেন তিনি। এই প্রথমবার তিনি লড়াইয়ের ময়দানে মুখোমুখি হচ্ছেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। তৃণমূল সুপ্রিমো মমতার প্রিয় কেষ্টর খাস তালুকে পদ্ম ফোটাতে বিশেষ আত্মবিশ্বাসী অনির্বাণ গাঙ্গুলী।

বুধবার বোলপুর হাইস্কুলে শিক্ষক পরিচালন সমিতির ভোট চলছিল৷ তিনি খবর পান, সেখানে ব্যালট বক্স সিল করা ছিল না৷ ভোট দেওয়ার জায়গায় জটলা করে দাঁড়িয়েছিলেন তৃণমূলের কয়েকজন লোকজন এবং একসঙ্গে তিন জন ভোট দিচ্ছিল৷ এহেন খবর পাওয়ার পরই সংশ্লিষ্ট স্কুলে হানা দেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী৷ পরে ওই স্কুলের ভোটগ্রহণের ভিডিও ফুটেজ নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন তিনি৷

শুক্রবার নির্বাচনী প্রচারে বেরিয়ে শুরতেই বোলপুর মহকুমা শাসকের দফতরে হাজির হন বোলপুরের বিজেপি প্রার্থী। ওই পোস্টাল ব্যালটের কারচুপি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলেন তিনি।

অন্যদিকে, এদিনই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে আয়কর দপ্তর নোটিশ দিয়েছে। ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে অনির্বাণ গাঙ্গুলী ‌ বলেছেন, “আয়কর দফতর কেন্দ্রীয় সংস্থা। এর সঙ্গে বিজেপির কোনোরকম যোগসূত্র নেই। অনুব্রত মণ্ডল নিশ্চয় নোটিশের জবাব দেবেন।”