করোনার জেরে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দিল আইসিসি

0
570

বঙ্গদেশ ডেস্ক: আশঙ্কা সত্যি করে শেষপর্যন্ত পিছিয়ে দেওয়া হল বিশ্ব ক্রিকেটের অন্যতম মেগা ইভেন্টকে৷ চলতি বছর অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল৷ কিন্তু করোনার জেরে সেই প্রতিযোগিতা পিছিয়ে গেল৷ সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে এই ঘোষণা করা হয়েছে৷

করোনা পরিস্থিতির জেরে চলতি বছর একাধিক বড় প্রতিযোগিতা বাতিল হয়ে গিয়েছে৷ আয়োজন করা যায়নি অলিম্পিক গেমস৷ বাতিল হয়েছে ফরাসি ওপেন৷ এমনকী, আইপিএলও এখনও পর্যন্ত আয়োজন করা যায়নি৷

এই পরিস্থিতিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে টানাপোড়েন চলছিল৷ এবার অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্রিকেটের এই মেগা ইভেন্ট। কিন্তু আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত তা বাতিল করে দেওয়া হল৷

আইসিসির তরফে জানানো হয়েছে, পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সামনের বছর অক্টোবর-নভেম্বরে। ২০২২ সালে হবে তার পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতাও আয়োজন করা হবে অক্টোবর-নভেম্বরে।

আগামী বছর ফেব্রুয়ারিতে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে৷ সেই প্রতিযোগিতার আয়োজক দেশ নিউজিল্যান্ড৷ তা হবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়৷ আইসিসির তরফে জানা গিয়েছে, পরিস্থিতির উপর নজর রয়েছে৷ সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে৷