এবার ভুমিকম্প প্রতিরোধী বুলেট ট্রেন ছুটবে জাপানে

বঙ্গদেশ ডেস্ক : রেলের ইতিহাসে প্রতিদিন নতুন নতুন চমক দেবার নাম হলো জাপান। জাপানে সম্প্রতি নতুন বুলেট ট্রেন চালু হলো এন ৭০০এস, ট্রেনটি গতবছর তৈরি হলেও এতদিন নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলো। সমস্ত ছাড়পত্র পেয়ে দৈনিক চলাচলের জন্য প্রস্তুত হলো ট্রেনটি। ১ লা জুলাই টোকাইডো সিনকাসেন রেলপথ দিয়ে টোকিও থেকে ওসাকার দিকে রওয়ানা হলো ট্রেনটি।

ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ৩৬০ কিমি কিন্তু সাধারনভাবে ট্রেনটি সর্বোচ্চ ২৮৫ কিমি গতিবেগে চালানো হবে। জাপান প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অন্তর্ভুক্ত হওয়ায় ভূমিকম্প প্রতি দিনই হয়। সারা পৃথিবীর মোট ভূমিকম্পের ২০ শতাংশ ভূমিকম্প শুধু জাপানেই হয়।যেগুলির তীব্রতা ৬ অথবা তারও বেশি। বছরে প্রায় ১৫০০ এমন ভূমিকম্প হয়। ভূমিকম্পের কথা মাথায় রেখেই ট্রেনটির কামরায় একাধিক বদল আনা হয়েছে। যাতে ভূমিকম্পে কোনরকম ক্ষতি না হয়। এছাড়াও ট্রেনের মধ্যেই লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। যদি ভূমিকম্পের দরুন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় তাহলে যেন ট্রেনটি ব্যাটারির বিদ্যুৎ ব্যবহার করে সুরক্ষিত জায়গায় পৌঁছাতে পারে।

সম্প্রতি বুলেট ট্রেনে দুর্ঘটনা খুব বেড়ে গিয়েছিলো এ কথা মাথায় রেখে আগের মডেলগুলির থেকে বর্তমান মডেলে অনেক বেশি সি সি টি ভি ক্যামেরা লাগানো হয়েছে। স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেমেও বদল আনা হয়েছে।