সীমান্তে ভারত পাকিস্তান সেনা সংঘাত, ভারতের পালটা মারে দিশেহারা পাক-ফৌজ

0
699

বঙ্গদেশ ডেস্ক:– ফের একবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের দুটি জায়গায় পাক সেনাদের গোলাবর্ষণের দৌলতে শহিদ তিন ভারতীয় সেনা জওয়ান। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, উরি সেক্টরে শহিদ হয়েছেন দুই জওয়ান। আর গুরেজ সেক্টরে শহিদ হয়েছে ‌আরও একজন। তবে পালটা জবাব দিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারতীয় সেনাও।

তিন জওয়ানের মৃত্যুর পাশাপাশি প্রাণ হারিয়েছেন তিনজন স্থানীয় নাগরিকও। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে‌ও জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার SDM রেয়াজ আহমেদ মালিক জানিয়েছেন, “পাকিস্তানের‌ সেনারা ‌ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে। উরি সেক্টরে দফায় দফায় ‌ভারী গোলাবর্ষণ শুরু হয়, আর‌ তাতেই মৃত্যু হয় ভারতীয় জওয়ানদের। প্রাণ হারান স্থানীয় তিনজনও।” তবে পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। তাদের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে গুলির লড়াইয়ে অন্তত ৭-৮জন পাক সেনার নিশ্চিত মৃত্যু হয়েছে। যার মধ্যে দু-তিনজন পাকিস্তান আর্মি স্পেশ্যাল সার্ভিস গ্রুপের কমান্ডোও। যদিও পরে মৃতের সংখ্যা বেড়ে ১১ হয় বলে জাননো হয়েছে সেনা তরফে।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, উরি, গুরেজের পাশাপাশি আরও বেশ কয়েকটি সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। এদিন সকালেই কুপওয়ারার কিরণ সেক্টরে অতর্কিতে গোলা বর্ষণ করা হয়। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও-ও।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অবশ্য শোনা যাচ্ছে, ভারতীয় জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করতে সীমান্তে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের জয়সলমল সীমান্তে ভারতীয় সেনা ক্যাম্পে খুব সম্ভবত যাবেন মোদী। সঙ্গে থাকার কথা রয়েছে সেনাপ্রধান নারাভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের।