জঙ্গিদের হাত থেকে কাশ্মীরি শিশুকে বাঁচিয়েছেন কমান্ডো পবন চৌবে, চিনে নিন তাঁকে

বঙ্গদেশ ডেস্ক: ভারতীয় সেনা যে দুষ্টের দমন আর শিষ্টের পালনকেই আদর্শ হিসেবে মানে তা আমরা সবাই জানি। গত কয়েকদিন ধরে একটি কাশ্মীরি শিশুর ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তা অনেকের মনেই দাগ কেটেছে। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শিশুটির দাদু মারা যায়। জঙ্গিদেড আক্রমণের মাঝেই শিশুটি দাদুর মৃতদেহের ওপর বসে ছিলো। পরে জম্মু কাশ্মীরে জঙ্গিনিধনের কাজে নিয়োজিত স্পেশাল ফোর্স এর জওয়ান পবন কুমার চৌবে শিশুটিকে উদ্ধার করেন। আসুন জেনে নেওয়া যাক কে এই পবন কুমার চৌবে?

পবন কুমার চৌবের বাড়ি বারানসীতে, ১৭৯ ব্যাটেলিয়নের জওয়ান তিনি। তিনি একজন অন্যতম কোবরা কমান্ডোও। ভারতীয় সেনাতে পবন যোগ দেন ২০১০ সালে। এরপর ২০১০ সালেই এই পবনকে নকশাল দমনে পাঠানো হয়। সেখানে একাধিক অভিযানে অংশ নিয়ে দক্ষতা প্রমান করে তিনি যোগ দেন ২০৩ কোবরা ব্যাটেলিয়নে।
এই ২০৩ কোবরা ব্যাটেলিয়নের হয়ে তিনি ২০১৬ সাল থেকে কাশ্মীর কর্তব্যরত।

কাশ্মীরে সাধারন মানুষের উপর জঙ্গিদের গুলি চালানোর ঘটনা নতুন কিছু নয়। সাধারন মানুষকে মেরে তার দায়ও সেনার ওপর চাপানো জঙ্গি ও জঙ্গিদের প্রতি সহানূভূতিশীলদের পুরানো অভ্যাস।
সম্প্রতি কামীরের একটি মসজিদের ভেতর থেকে জঙ্গিদের চালানো গুলিতে এক বয়স্ক কাশ্মীরি মারা যান। বৃদ্ধর সঙ্গে তখন তাঁর নাতিও ছিল। দাদু মারা যাওয়ার পর রাস্তায় দাদুর মৃতদেহের পাশে বসে কাঁদছিল কাশ্মীরি শিশুটি। এদিকে মসজিদ থেকে আক্রমণ জারী রেখেছে জঙ্গিরা। ঠিক এই সময় জঙ্গি দমনে কর্মরত কমান্ডো পবন চৌবে বাচ্চাটিকে গুলির মুখ থেকে উদ্ধার করে।