হিন্দু যুবককে ভালবেসে সনাতন ধর্মে ফিরে এলো মুসলিম তরুণী নার্গিস, নতুন নাম লক্ষ্মী 

0
857

বঙ্গদেশ ডেস্ক: স্থানীয় নেতৃত্বের থেকে এসেছে অনেক বাধা। তাও দমে যায়নি হিন্দু যুবককে ভালবেসে ঘর ছাড়া মুসলিম তরুণী নার্গিস মল্লিক। উত্তর চব্বিশ পরগণা জেলার গোপালনগরের মুসলিম তরুণী নার্গিস। সম্প্রতি একটি মিসড কলের সূত্র ধরে নদীয়ার ধানতলাবাসী এক হিন্দু যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নার্গিসের। অবশেষে প্রেমের টানে ঘর ছাড়ে নার্গিস। 

গত ১৮ ফেব্রুয়ারী ঘর থেকে বেরিয়ে যায় নার্গিস। তার প্রেমিক হিন্দু যুবকটির পরিবার বিষয়টি নিয়ে কোন আপত্তি জানায়নি। সবই ঠিক ছিল, কিন্তু বাধা আসা শুরু করে স্থানীয়  নেতৃত্বের তরফ থেকে। তারা এই বিয়েটি ভন্ডুল করার যারপরনাই চেষ্টা করে। এমনকি নার্গিসকে তারা জোর করে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু দমে যায়নি নার্গিস ও তার প্রেমিক হিন্দু যুবকটি। নার্গিস আবারও পালানোর সিদ্ধান্ত নেয়। 

নার্গিস আবারও পালিয়ে আসে। অন্যদিকে হিন্দু যুবকটি স্থানীয় কয়েকটি হিন্দু সংগঠনের সাথে বিষয়টিকে নিয়ে কথা বলে এবং সাহায্য প্রার্থনা করে। নার্গিস পালিয়ে আসার পরে স্থানীয় ওই হিন্দু সংগঠনগুলোর সহায়তায় নার্গিস সনাতন ধর্মের রীতি অনুযায়ী তার প্রেমিক হিন্দু যুবকটিকে বিয়ে করে তার পূর্বপুরুষের স্বধর্মে অর্থাৎ সনাতন ধর্মে ফিরে আসে। ধার্মিক মতে বিয়ে সম্পন্ন হবার পর চাঁদপাড়া অফিসে তাদের ম্যারেজ রেজিস্ট্রি সম্পন্ন হয়। নার্গিসের নতুন নাম হয় লক্ষ্মী। লক্ষ্মী জানিয়েছে যে একটি অন্ধকারাচ্ছন্ন ও মধ্যযুগীয় সমাজ থেকে বেরিয়ে আসার জন্যেই সে সনাতন ধর্মাবলম্বীকে ভালবেসে বিয়ে করে সনাতন ধর্মে ফিরে এসেছে। লক্ষ্মী জানায় যে সে এই বিয়ের মাধ্যমে মুক্তির স্বাদ পেয়েছে।