বাংলাদেশে মৌলবাদী তাণ্ডব হিন্দু মন্দিরে,ভাঙা হয়েছে কালী ও সরস্বতী মূর্তি

0
359

বঙ্গদেশ ডেস্ক:বাংলাদেশে পুনরায় হিন্দু দেবদেবীদের মূর্তির ওপরে দুষ্কৃতীদের আক্রমণ করা হয়েছে। গত ২৩ ও ২৪ অক্টোবর বাংলাদেশের দিনাজপুর ও সিরাজগঞ্জের দুটো হিন্দু মন্দিরে ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর মধ্যরাতে দিনাজপুরের একটি কালী মন্দিরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তার ঠিক একদিন আগে ২৩ অক্টোবর সিরাজগঞ্জের কালাচাঁদ মন্দিরেও হামলা চালানো হয়েছে। এ বিষয়ে কালাচাঁদ মন্দিরের সভাপতি বলেছেন, ভাঙচুরের ফলে মন্দিরে দেবী সরস্বতীর মূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

দিনাজপুরে কালী মন্দির ভাঙচুরের ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রাশেদ, বেলাল, রকি ও তুষার। কিন্তু সিরাজগঞ্জের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। যদিও দোষীদের খুব শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি হুমায়ন কবির।

এই দুই ঘটনার জেরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। কালী মন্দির ভাঙচুরের প্রতিবাদে প্রায় ২ ঘণ্টা দিনাজপুর-রংপুর হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তারপর বন্ধ হয় অবরোধ।