অসমের বন্যায় মৃতদের পরিবারকে ২ লাখ অনুদান কেন্দ্রের

বঙ্গদেশ ডেস্ক: অসমের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল কেন্দ্র সরকার৷ শুক্রবার প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি টুইট করে জানানো হয় যে অসমের ভয়ঙ্কর বন্যায় যারা প্রান হারিয়েছেন, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে তাদের পরিবারপিছু দুইলাখ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

এই অনুমোদনের ঘোষণার মাঝেই বন্যার ফলে অসমে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৫জনে এসে দাঁড়িয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে শুক্রবার ধুবরি জেলার আথানিতে বন্যার জলে ডুবে একজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার কিছুটা বৃষ্টি কমায় পরিস্থিতির অল্প উন্নতি হয়েছে।

বর্তমানে রাজ্যের ২০টি জেলার ১৩ লাখেরও বেশী মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন৷ বন্যার কবল থেকে রেহাই পায়নি কাজিরাঙা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রও। উদ্যানের ৭০ শতাংশেরও বেশী এখন জলের তলায়। কতৃপক্ষ জানিয়েছে বনবিভাগের ২২৩ টি ক্যাম্পের মধ্যে ৪৮টি জলের তলায় ডুবে গিয়েছে৷

এমন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়ালের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথারীতি তিনি রাজ্যের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দেন৷ মোদীকে ধন্যবাদ জানাতে ভোলেননি সোনেয়ালও।একটি টুইটে তিনি লেখেন “এই কঠিন সময়ে অসমের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ, সহায়তার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিক্ষেত্রে আপনি উত্তর-পূর্ব ভারতের মানুষের পাশে এভাবে দাঁড়ানোয় তাঁরা মনে করেন আপনি তাদের খুব কাছের একজন।”