হিন্দুধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত! মামলা দায়ের সইফ আলি খানের বিরুদ্ধে

0
567

বঙ্গদেশ ডেস্ক:- রামায়ণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অভিনেতা সইফ আলি খান এখন রীতিমতো ক্ষোভের মুখে পড়েছেন। ফিল্ম আদিপুরুষের মুখ্য ভিলেনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের জৌনপুরে কেস করা হয়েছে। একই সাথে আদিপুরুষ সিনেমার নির্দেশক ওম রাউতের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।বুধবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

সিভিল কোর্টের আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব সইফ আলী খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। উনি অভিযোগ করেছেন যে সইফ আলি খানের মন্তব্য হিন্দু ধর্মের অনুভুতি তে আঘাত হেনেছে।

হিমাংশু শ্রীবাস্তব বলেন, ভগবান রামকে পুরুষোত্তমের প্রতীক মনে করা হয় অন্যদিকে রাবণকে আসুরিক শক্তির প্রতীক মনে করা হয়। সইফ আলি খান বলেছিলেন যে, আদিপুরুষ সিনেমায় মা সীতার হরণকে সঠিক দেখানো হবে। সাইফ আলি খানের এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় হিন্দুরা ক্ষোভ প্রকাশ করেছে।

চাপে পড়ে সইফ আলি খান যদিও ক্ষমা‌ও চেয়েছিলেন। হিমাংশু শ্রীবাস্তব অভিযোগ করেছেন যে, সইফ আলি খান তার ইন্টারভিউ চলাকালীন সনাতন হিন্দুধর্মকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করেছেন। তাই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।