আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত্যু ১৫ শিশুর

0
565

বঙ্গদেশ ডেস্ক – কাতারের দোহায় আফগান সরকার ও তালিবানদের শান্তি আলোচনা চলাকালীন বারংবার আক্রমণ হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন স্থানে। কোরান পাঠ চলাকালীন আফগানিস্তানের একটি মসজিদের বাইরে মর্মান্তিক বিস্ফোরণে মৃত্যু হয় ১৫ জন শিশুর। গত শুক্রবার এই ভয়াবহ ঘটনাটি ঘটে গজনী শহর থেকে ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত গিলান জেলায়। তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গী সংগঠন এই হামলার দায় স্বীকার করে নি।

স্থানীয় সূত্রের খবর, গিলান জেলার একটি প্রত্যন্ত এলাকার মসজিদে কোরান পাঠের আসর উপলক্ষে এলাকার বহু মানুষের জমায়েত হয়, ভিড় জমায় অনেক শিশুও। সেই সময়ে এক ব্যক্তি সেখানে বাইকে করে বিভিন্নরকম জিনিসপত্র বিক্রি আরম্ভ করায় শিশুরা মসজিদ থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে জিনিসপত্র দেখতে শুরু করে। এমন সময়ে হঠাৎই ঘটে এই ভয়ঙ্কর বিস্ফোরণ। এলাকার মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ১৫ জন শিশুর মৃত্যু হয় এই ঘটনায়। আহত হন ২০ জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

গজনী প্রদেশের মুখপাত্র ওয়াদুল্লাহ জুমাজাদা এই প্রসঙ্গে জানান, যেহেতু কোরান পাঠের জন্য মসজিদে অনেক শিশুর সমাগম হয়েছিল, সেহেতু ১৫ জন শিশু নিহত হয়। আহত হয়েছেন আরও ২০ জন, কিছু শিশুর অবস্থা বেশ আশঙ্কাজনক। এই দুর্ভাগ্যজনক ঘটনার দায় কোন‌ও জঙ্গীসংগঠন স্বীকার না করলেও প্রশাসনের প্রাথমিক অনুমান এর পিছনে তালিবানদের হাত রয়েছে। পুলিশ রিপোর্টেও দায়ী করা হয়েছে তাদের।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে কর্মশালায় যাওয়ার পথে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় কাবুলের ডেপুটি গভর্নরের। এই ঘটনার নেপথ্যেও তালিবানদের ভূমিকার কথা বলেছেন প্রশাসন।বলা হয়েছে, আমেরিকা তাদের সেনাবাহিনীকে সড়িয়ে নিলে এরূপ হিংসার ঘটনা আরও বাড়তে পারে।