স্বাধীনতার ৭৩ বছর পর কাশ্মীরের এই তিন গ্রামে পৌঁছচ্ছে বিদ্যুৎ

0
530

বঙ্গদেশ ডেস্ক: তিনটি গ্রাম৷ কেরান, মুন্দিয়ান ও পাতরু৷ জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার এই তিনটি গ্রাম স্বাধীনতার পর থেকেই বিদ্যুৎবিহীন চলছে৷ ৭৩ বছর পর ওই তিন গ্রামের বাসিন্দাদের অন্ধকার দশা কাটতে চলেছে৷ খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাবে বিদ্যুৎ৷

পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সংলগ্ন নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই গ্রামের বাসিন্দারা তাই খুবই খুশি৷ উত্তর কাশ্মীরের ওই এলাকার বাসিন্দাদের সারা বছরই সমস্যার মধ্যে জীবন কাটাতে হয়৷ বছরের ছয় মাস তুষারপাতের জন্য বহির্বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ প্রায় থাকে না বললেই চলে৷

বাকি সময়টা তিনটি গ্রামের ১৪ হাজার বাসিন্দাকে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে আসা পাকিস্তানের গোলা-বারুদ থেকে বাঁচতে হয়৷ তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে বিদ্যুতের সমস্যা৷ সারা দিন সৌর বিদ্যুতের সাহায্য নিতে হয়৷ সন্ধ্যায় তিন ঘণ্টার জন্য জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়৷

এখন সেই সমস্যা মিটতে চলেছে৷ এবার ওই অঞ্চলে তৈরি হচ্ছে বিদ্যুতের সাব স্টেশন৷ যে প্রকল্প রয়েছে কাশ্মীর পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড (KPDCL)-এর অধীনে৷ জানা গিয়েছে যে প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়৷ খুব শীঘ্রই পরিষেবা চালু হয়ে যাবে৷

স্থানীয় বাসিন্দারা মূলত এখানে আপেল, আখরোট ও ধান চাষ করে৷ গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এতদিন চাষের জমিতে জল দিতে তাঁদের খুব সমস্যায় পড়তে হত৷ এবার আর তা হবে না৷ ফলে আরও ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা৷