বাদুড়িয়ার কলেজ ছাত্রীর জঙ্গিযোগ, চার্জশিট পেশ করলো এনআইএ

0
961

বঙ্গদেশ ডেস্ক: বাদুড়িয়ার কলেজ ছাত্রী তানিয়া পারভিন। জঙ্গিযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বৃহস্পতিবার তানিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সাথে সরাসরি যোগাযোগের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।

কলকাতার বিশেষ এনআইএ আদালতে প্রায় ৮০০ পাতার চার্জশিটে তানিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ও অন্যান্য জিনিসপত্র থেকে জঙ্গিযোগের যাবতীয় তথ্য প্রমাণের বর্ণনা দেওয়া হয়েছে। গত মার্চে সেনা গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাদুড়িয়ার মলেয়াপুর গ্রামের বাসিন্দা দ্বিতীয় বর্ষের ছাত্রী তানিয়াকে গ্রেপ্তার করা হয়।

সূত্রের খবর, চার্জশিটে জানানো হয়েছে যে অনলাইনে তানিয়া প্রায় ৫০টিরও বেশি গ্রুপে লস্করের ক্যাডার হিসেবে তরুণ-তরুণীদের জিহাদে উদ্বুদ্ধ করেছিল। সেই সমস্ত চ্যাট ও যোগাযোগ মাধ্যমের যাবতীয় তথ্য চার্জশিটে দেওয়া হয়েছে।

এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ জানান, ভারতীয় দণ্ডবিধির ১২১এ, ১২৪এ, ১২০বি (দেশদ্রোহএবং ষড়যন্ত্র) সহ সন্ত্রাসদমন আইনে ইউএপিএ-র একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে তানিয়ার নামে। তথ্যপ্রযুক্তি আইনও প্রয়োগ করা হয়েছে তার বিরুদ্ধে।