বিশুদ্ধ ও স্বচ্ছ পানীয় জল পান করবে শিশু, এই লক্ষ্যে বড়সড় ঘোষণা মোদীর

0
816

জলের অপর নাম জীবন। আর এই জল যদি বিশুদ্ধ না হয়, তাহলে মানুষের জীবননাশের কারণ হতে পারে। তাই ভারতে পাইপ যুক্ত পানীয় জলের সংযোগ বাড়ানোর দিকে একটি নতুন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে পাইপযুক্ত পানীয় জলসংযোগ বাড়ানোর দিকে এক বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে যে, ২ অক্টোবর থেকে শুরু হওয়া ‘জল জীবন মিশন’-এর আওতায় দেশের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ১০০ দিনের মধ্যে পাইপলাইন বাহিত জল সরবরাহের মাধ্যমে সংযুক্ত করা হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নমামি গঙ্গে মিশন’-এর আওতায় যুক্ত উত্তরাখণ্ডে ছয়টি মেগা প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই ঘোষণাটি করেছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে জলের ঘাটতি মোকাবিলায় জল জীবন মিশন দেশের সকল গ্রামে পাইপযুক্ত জল সংযোগ দেওয়ার এবং গ্রাম স্বরাজ্য (গ্রাম স্বনির্ভরতা) এবং গ্রাম তৈরির ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলেছে।’

প্রধানমন্ত্রী আরোও বলেন, ‘জল জীবন মিশনের আওতায় ২ অক্টোবর থেকে ১০০ দিনের অভিযান শুরু করা হবে, যার আওতায় দেশের সকল স্কুল এবং অঙ্গণ‌ওয়াড়ি কেন্দ্রগুলিতে কলযুক্ত জল সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে।

মোদী সমস্ত রাজ্য সরকারকে এই প্রকল্পটিকে বিশেষ অগ্রাধিকার হিসাবে গ্রহণ এবং ১০০ দিনের মধ্যে এটি সুসম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

মোদী আরও বলেছেন, ‘ খোঁজ নিলে দেখা যাবে ছয় বছর আগে পর্যন্ত ১৫ কোটিরও বেশি বাড়ি জল সরবরাহের সঙ্গে সংযুক্ত ছিল না। এখন প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ বাড়ি পরিষ্কার পাইপযুক্ত জল সরবরাহের সঙ্গে যুক্ত হচ্ছে এবং জল শক্তি মন্ত্রক এই সংখ্যাটা বাড়ানোর জন্য দ্রুত গতিতে কাজ করছে। মাত্র এক বছরে, দেশের ২ কোটিরও বেশি পরিবারকে পাইপযুক্ত জলের সংযোগ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড সরকার এবিষয়ে সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়েছেন।
তিনি আরও বলেছেন, “কোভিড -১৯ অতিমারীর সত্ত্বেও উত্তরেরখণ্ড সরকার মাত্র ছ’মাসে প্রতিটি ঘরে জল সংযোগ দেওয়ার বিষয়ে কাজ করছে এবং উত্তরাখণ্ডে ৫০,০০০ পরিবারকে ইতিমধ্যে জল সংযোগ দেওয়া হয়েছে।’