রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে ১০ ডিপ্লোম্যাটকে বহিষ্কার আমেরিকার, বাড়ছে উত্তেজনার পারদ

0
539

বঙ্গদেশ ডেস্ক – বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর কথা ঘোষণা করেছে এবং তাদের ১০ জন কূটনীতিককেও বহিষ্কার করেছে। মার্কিন নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ এবং একটি সাইবার আক্রমণ সহ অন্যান্য বেআইনী কর্মকাণ্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপগুলি নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে যে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই নিষেধাজ্ঞার বিষয়ে একটি ‘প্রেসিডেন্সিয়াল আদেশ’ জারি করেছেন। “আমেরিকা যুক্তরাষ্ট্র একটা পরিষ্কার দিকনির্দেশ করছে যে তাদের আন্তর্জাতিক রাজনীতিতে বিরোধীতা অব্যাহত রাখলে বা বাড়িয়ে তুললে তারা কৌশলগত ও অর্থনৈতিকভাবে কার্যকর নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে”।

রাশিয়ার উপর বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ন্যাটোভুক্ত মিত্রদের সমর্থন পেয়েছে বলে উইওন নিউজ তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ন্যাটো জোটের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর “অস্থিতিশীল পরিস্থিতি”র প্রতিক্রিয়ায় নেওয়া এই পদক্ষেপকে তারা সমর্থন করেছে।

উক্ত বিবৃতিতে আরও বলা হয়, “ন্যাটো ব্লকের মিত্ররা রাশিয়ার অস্থির কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে নেওয়া ১৫ এপ্রিলের পরে নেওয়া আমেরিকার সিদ্ধানের সঙ্গে একাত্মতা ও সমর্থন জানিয়েছে।”

রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক আগেই যথেষ্ট উত্তপ্ত ছিল। এখন আমেরিকার এই পদক্ষেপের পরে রাশিয়া কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।