বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ, উত্তপ্ত মিনাখাঁ

0
544

বঙ্গদেশ ডেস্ক: পঞ্চম দফার নির্বাচনের সকাল থেকেই বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এখানে ওখানে। এর মধ্যেই এবার বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি ভোট দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীকে বেধরক মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

জানা গিয়েছে, মাথা ফেটে গিয়েছে ওই বিজেপি কর্মীর। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে পঞ্চম দফার নির্বাচনের সকাল সকাল ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মিনাখাঁর তেলেনিপাড়ায়।

এদিকে মিনাখাঁর তেলেনিপাড়ার ৮০ নম্বর বুথে ভানু ভুঁইঞা নামে বিজেপির ওই এজেন্টের খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন‌ও পর্যন্ত তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে তাঁর খোঁজ চালাচ্ছেন গ্রামবাসীরা। অন্যদিকে, জানা যাচ্ছে,আক্রান্ত হয়েছেন বিজেপিরই অপর এক কর্মী।

বুথের বাইরে তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, গ্রামবাসীরাই তাঁকে উদ্ধার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। এবং আর ভোট দিতে যাবেন না বলে সোচ্চার হয়েছেন এলাকাবাসী।

এই ঘটনায় আক্রান্ত ওই বিজেপি কর্মী জানিয়েছেন, ‘এজেন্টকে বুথে বসাতে যাচ্ছিলাম। ৭০ থেকে ৮০ জন ছেলে আমাদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়।’ পাশাপাশি তিনি এ অভিযোগ‌ও করেন, ‘বিজেপির এজেন্ট ভানু ভুঁইঞাকে নিয়ে চলে গেল ওরা।’ অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকে।

পাশাপাশি আরও অভিযোগ, ‘পুরো বুথই এখন তৃণমূলের দখলে’। একইসঙ্গে মারধরের সময়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে হাজির ছিলেন না বলেও জানান তিনি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলার মিনাখাঁর তেলেনিপাড়ায়।

https://www.facebook.com/prothomkolkataa/videos/298621841647323/