বিজেপিকে রুখতে অসমে মুসলিম পার্টি-সিপিএমসহ পাঁচটি দলের সঙ্গে মহাজোট গড়ল কংগ্রেস

0
849

বঙ্গদেশ ডেস্ক: সম্প্রতি প্রকাশিত একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে অসমে ফের ক্ষমতা ফিরছে বিজেপি। কিন্তু সেই ভবিষ্যৎবাণীকে ন্যাসাৎ করে দিতে অসমে সিপিএম-সহ ৫টি রাজনৈতিক দলে সঙ্গে মহাজোট তৈরি করছে কংগ্রেস।গুয়াহাটীতে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে একথাই ঘোষণা করেছে তারা।যদিও, আজমলের দল মুসলিম পার্টি হিসেবে খ্যাত।

অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তারপর সিদ্ধান্ত হয় যে আসন্ন অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (AIUDF), সিপিআই, সিপিআই (এম), সিপিআই (এমএল) ও আঞ্চলিক গণ মঞ্চের সঙ্গে মহাজোট গড়বে কংগ্রেস।’

এপ্রসঙ্গে কংগ্রেসের ওই রাজ্যসভা সাংসদ একথাও বলেছেন, ‘বিজেপি বিরোধী যে কোনও রাজনৈতিক দলের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। রাজ্যের শাসকদলকে ক্ষমতাচ্যুত করার জন্য আমাদের এই লড়াইয়ে আঞ্চলিক দলগুলিকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের ও রাজ্যের ভালোর জন্যই সমস্ত অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে চাইছি আমরা।’

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের অসম বিধানসভা নির্বাচনে ৮৯টি আসনে প্রার্থী দিয়ে ৬০টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। মাত্র ১৪টি আসনে জয়ী হয়েছিল অসম গণপরিষদ। অন্যদিকে ১২২টি আসনে প্রার্থী দিয়ে সর্বসাকুল্যে ২৬টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। অন্যদিকে আবার বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ পেয়েছিল ১৩টি আসন। তবে আসন্ন নির্বাচনে ১২৬টি আসনবিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি ও তার শরিকরা মোট ৭৩ থেকে ৮১টি আসন পাবে বলে উল্লেখ করা হয়েছে বেসরকারি সংস্থার ওই সমীক্ষায়। আর তাদের হিসাব অনুযায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের পাওয়ার সম্ভাবনা ৩৬ থেকে ৪৪টি। অন্যদিকে এআইইউডিএফ পেতে পারে ৫ থেকে ৯টি আসন ও অন্যদের দখলে থাকতে পারে খুব বড়জোর ৪টি আসন।