আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, বন্ধ থাকছে চারধাম মন্দির

0
476

বঙ্গদেশ ডেস্ক: বছরের প্রথম সূর্যগ্রহন দেখা যাবে আজ সকাল ১০.৪৬ থেকে। গবেষকদের মতে,সূর্যের চারিদিকে একটা বলয় তৈরি হবে। যা দেখতে হবে অনেকটা আংটির মত।

সূর্যগ্রহনের সময় বিভিন্ন মন্দিরে নানাবিধ নিয়মাবলি মেনে চলা হয়। তাই নিয়ম মেনে শনিবার থেকে বন্ধ থাকছে উত্তরাখন্ডের চারধাম মন্দিরের দরজা। আজ দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকছে মন্দিরের দরজা। বৈদ্যনাথ ধামের পুরোহিত ভুবন চন্দ্র উনিয়াল এ প্রসঙ্গে বলেছেন, সূর্যগ্রহন রবিবার থেকে শুরু হলেও তার তিথি পড়ছে ১২ ঘন্টা আগে থেকে। অর্থাৎ শনিবার রাত ১০.২৫ থেকে রবিবার ১.৫৩ পর্যন্ত।

এ বছর সুর্যগ্রহনের সময় চাঁদ পৃথিবী আর সুর্যের মাঝ বরাবর অবস্থান করবে। যার ফলে ঐ সময় যে স্থানে গ্রহনের প্রকোপ দেখা যাবে সে স্থান রাতের অন্ধকারের মতো মনে হবে। ২৫ বছর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ১৯৯৫ সালে ২৫ অক্টোবর সূর্যগ্রহনের সময় রাতের অন্ধকারের মত পরিস্থিতি হয়। আজও এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে।