পার্নো মিত্রকে ‘বহিরাগত’বলে কটাক্ষ, রাগে ফুঁসছেন প্রার্থী

0
599

বঙ্গদেশ ডেস্ক : পঞ্চম দফার নির্বাচন ঘিরে ইতিমধ্যে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এবার অপ্রীতিকর ঘটনার শিকার বরানগর কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। অভিযোগ,তাঁকে বুথ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

পার্নো মিত্র জানিয়েছেন, এক ব্যক্তি তাঁকে বুথ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন। সেই সঙ্গে পার্নোকে বহিরাগত বলে কটাক্ষ করা হয়েছে বলেও তিনি অভিযোগ জানিয়েছেন। বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি নিজেই বাইরের লোক, ওই ভোটকেন্দ্রের না।

জানা গিয়েছে, ১০৭ নম্বর বুথে তৃণমূলের এজেন্ট তাঁকে বেরিয়ে যেতে বলেন। ইতিমধ্যে অবশ্য এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী পার্নো মিত্র। ৪৬ নম্বর বুথে তৃণমূলের তরফ থেকে একজন সমাজবিরোধীকে এজেন্ট হিসেবে বসানো হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। অন্যদিকে সকাল থেকে বরানগরে বিভিন্ন বুথে ঘুরে দেখেছেন তারকা প্রার্থী পার্নো মিত্র। এবং তাঁকে সকাল থেকেই তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।