আগুন লাগার পরেও – ৩৮

0
573

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪] – [৩৫] – [৩৬] – [৩৭]

আটত্রিশ

চারপাশটা একবার তাকিয়ে দেখলেন সফিকুল। ঝোপেঝাড়ে ভরা জায়গাটা। কয়েকটা ভাঙাচোরা দেওয়াল। মনে হয় কখনও এখানে একটা বাড়ি ছিল। তবে এখন পুরোটাই আগাছায় ভরা।

হূণ একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়াল। অন্ধকার  নেমে আসছে। জায়গাটা ঠিক দেখা যাচ্ছে না। একটা আবছায়া ভাব চারিদিকটায়। গাছের ডাল থেকে একটা দোলনা একদিক ছিড়ে ঝুলছে।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo