নজরে মধ্যপ্রাচ্যঃ কোভিড প্রাবল্য অগ্রাহ্য করে আবু ধাবিতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর

0
588

বঙ্গদেশ ডেস্ক – দিল্লীতে নরেন্দ্র মোদির সরকার আসার পরে মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই কোভীড অতিমারির মধ্যেও তার অন্যথা হচ্ছে না। রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবু ধাবি পৌঁছেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে তার সমকক্ষ শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের প্রশংসা করেন। দুই নেতা দ্বিপাক্ষিক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক ও আঞ্চলিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, “এফএম (ফাইনান্স মিনিস্টার) আবু জায়েদের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। আলোচনা শুরুর অপেক্ষায় আছি”।

ইন্টারেস্টিং ব্যাপার হল, শ্রী জয়শঙ্করের এই সফর তাঁর পাকিস্তানী সমকক্ষ শাহ মাহমুদ কুরেশির সংযুক্ত আরব আমিরাতে সফরের সঙ্গে একই সময়ে ঘটছে। উইওন নিউজ সহ একাধিক আন্তর্জাতিক মিডিয়া তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও পাকিস্তানের মধ্যে ‘ব্যাক চ্যানেল’ আলোচনা শুরুর জন্যে বিশেষ উদ্যোগ নিয়েছে।

জয়শঙ্কর এর আগে করোনা ভাইরাস মহামারির মধ্যেও ২৫ এবং ২৬ শে নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করেছিলেন। সে সময় তিনি আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাত করেছিলেন।

জয়শঙ্করের আবুধাবিতে বর্তমান সফর চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের এমিরাতী রাষ্ট্রদূত ইউসুফ আল-ওতাইবা বলেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী উত্তেজনা নিরসনে এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে “সুস্থ কার্যকরী দিকে” ফিরিয়ে আনতে, সংযুক্ত আরব আমিরাত সদর্থক ভূমিকা নেবে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের সঙ্গে একটি ভার্চুয়াল আলোচনার সময় আল-ওতাইবা বলেছিলেন, “তারা হয়তো সেরা বন্ধু হয়ে ওঠেনি তবে কমপক্ষে আমরা দুটি দেশকে এমন একটি স্তরে নিয়ে পৌঁছাতে চাই যেখানে একটি কার্যকরী সম্বন্ধ থাকবে, তারা একে অপরের সঙ্গে বাক্যালাপ করবে”।

প্রসঙ্গত উল্লেখ্য, কুরেশি তিন দিনের সফরে এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। এই সময়ে তিনি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়ে সে দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন।