গুজরাটঃ ‘সোশ্যাল ডিস্টেন্সিং’ মানতে বলায়, রোজার মাসে পুলিশের উপর ‘নামাজি হামলা’!

0
741

বঙ্গদেশ ডেস্ক – গুজরাটের কাপাদভঞ্জে পুলিশের সদস্যরা নামাজ পড়ার জন্য বড় জমায়েত না করার অনুরোধ জানান। কেবলমাত্র এভাবে জড়ো না হতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলার জন্যে, মঙ্গলবার একদল জনতা পুলিশ কর্মীদের উপর হামলা চালায় এবং সাধারণ মানুষের উপর পাথর ছুঁড়ে মারে।

দিব্য ভাস্করের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক দূরত্বের নিয়মাবলী প্রয়োগের জন্য নামাজিদেরকে রাজি করাতে, স্থানীয় পুলিশ কাপাদভঞ্জের লায়ন্স ক্লাবের কাছে কোনো এক ‘আলী মসজিদে’ গিয়েছিল। তবে শীঘ্রই বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি একটি হিংস্র মোড় নেয়।

ওপ ইণ্ডিয়ার প্রতিবেদনে উল্লেখিত, জনতা বিপুল সংখ্যায় জড়ো হয়ে কুন্ডভাও পুলিশ চৌকি ও টাউন থানায় হামলা চালায়। নামাজি জনতার হামলায় দু’টি বাইক ও একটি গাড়ি পুড়ে গেছে। জনতার তাণ্ডবে কুন্ডভাও থানাটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এরপরে জনতা টাউন থানায় হামলা চালিয়ে পাথর ছুঁড়তে শুরু করে।

হিংস্র জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস ব্যবহার করে। তবে এরপরেও উন্মত্ত ভিড়কে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রশাসনকে অতিরিক্ত বাহিনী ডেকে আনতে হয়েছিল।

এই পুরো ঘটনায় একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ কর্মীরা গণমাধ্যমে মন্তব্য করতে অস্বীকার করেছেন বলে স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের মুসলিম সম্প্রদায় এখন পবিত্র রমজান মাস পালন করছে। এমতাবস্থায় এইভাবে কোভিড বিধিকে তুচ্ছ করে সাধারণ মানুষের জীবনকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।