আফাগানিস্তানে হামলা ইসলামিক স্টেটের, হতাহত চার মহিলা সাংবাদিক

0
671

বঙ্গদেশ ডেস্ক – ২ মার্চ একটি নারকীয় হামলায় আইএসআইএস তিনজন আফগান সাংবাদিককে গুলি করে হত্যা করেছে। তারা স্থানীয় ভাষায় ভারতীয় ও তুরস্কের নাটক অনুবাদ করত। এদের মধ্যে তিনজন অকুস্থলেই মারা গিয়েছিলেন এবং চতুর্থজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এএফপি তাদের রিপোর্টে টিভি স্টেশনের পরিচালক জালমাই লতিফীকে উদ্ধৃত করে জানিয়েছে, অফিস ছেড়ে যাওয়ার পরে দুজন মহিলা মিডিয়া কর্মীকে পৃথকভাবে দুটি জায়গায় আক্রমণ করা হয়েছিল। তিনি বলেন, “ওরা সবাই মারা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় ওরা অফিস থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল।”

এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, আমেরিকান একটি এনজিও যারা মূলত ইসলামিক চরমপন্থী ও জিহাদী সংগঠনের অনলাইন কার্যকলাপের উপরে নজর রাখে তারা অভিযোগ করেছে, জালালাবাদের বেসরকারী মালিকানাধীন টিভি স্টেশন ‘এনিকাস’ -এর কর্মচারীরাই এই হামলার লক্ষ্য ছিল। নিহতদের বয়েস ১৮ থেকে ২০ বছরের মধ্যে ছিল। গত ছয় মাসের মধ্যে আফগানিস্তানে এই তিন সাংবাদিকসহ মোট ১৫ জন গণমাধ্যমের সঙ্গে যুক্ত কর্মী নিহত হয়েছেন।

টিভি স্টেশনে খবরের সম্পাদক শোকরুল্লাহ পাশুন ‘আল জাজিরা’ -কে জানিয়েছেন, ওই তিন মহিলা আফগানিস্তানের স্থানীয় ভাষা দারি ও পুশতুতে ভারতীয় ও তুর্কি নাটকগুলির ভাষান্তর করতেন। আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গণি এই হত্যার নিন্দা করেছেন। তিনি বলেছিলেন, “নিরীহ দেশবাসী, বিশেষত মহিলাদের উপর হামলা ইসলাম, আফগান সংস্কৃতি এবং শান্তি স্থাপনের পরিপন্থী।”

সাংবাদিক লোতফুল্লাহ নাফফিজাদের জানিয়েছেন, নিহত তিন মহিলার নাম মুরসাল ওয়াহেদী, সাদিয়া সাদাত ও শেহনাজ রউফী। এই ঘটনার পরে আফগান সাংবাদিকরা নিজেদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।